ব্যুরো নিউজ,১৪ সেপ্টেম্বর:বিধাননগর আদালত জামিনের আবেদন নাকচ করে কলতান দাশগুপ্তকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বাম যুব নেতা কলতান, যিনি ডিওয়াইএফআইয়ের মুখপত্রের সম্পাদক এবং সিপিএমের কলকাতা জেলা কমিটির সদস্য, জুনিয়র ডাক্তারদের ধর্নায় হামলার আশঙ্কা সংক্রান্ত একটি ফোনালাপের অডিয়ো প্রকাশিত হওয়ার পর গ্রেফতার হন।
ইমনের ‘বিচারও চাই, উৎসবও চাই’ মন্তব্যে নতুন বিতর্ক
এটা সম্পূর্ণ ষড়যন্ত্র
গ্রেফতারির পর কলতান দাবি করেছেন, “এটা সম্পূর্ণ ষড়যন্ত্র। নির্যাতিতার আসল আন্দোলন থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এসব করা হচ্ছে।” কলতানের সমর্থনে তার দল সিপিএম পাশে দাঁড়িয়েছে, এবং তারা কলতানের গ্রেফতারির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন।
পুজোর আগেই ডুয়ার্সের বনাঞ্চলে প্রস্তুতি সম্পন্ন: ১৬ সেপ্টেম্বর খুলছে জঙ্গল
কলতানের গ্রেফতারি নিয়ে অডিয়োর সত্যতা যাচাই করা না হলেও, এই ঘটনাটি রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করেছে। ধর্নার বিষয়ে প্রকাশিত অডিয়োর ভিত্তিতে কলতানের বিরুদ্ধে মামলা করা হয়েছে, যা এখন আদালতে রয়েছে।