কালীঘাট মেট্রো চুমু-কাণ্ড

ব্যুরো নিউজ,১৭ ডিসেম্বর:সম্প্রতি কালীঘাট মেট্রো স্টেশনে এক যুগলের চুম্বনের ভিডিও ভাইরাল হয়ে শহর জুড়ে বিতর্কের ঝড় তুলেছে। ভিডিওতে দেখা যায়, মেট্রো স্টেশনের পিলারের পাশে দাঁড়িয়ে একে-অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়েছেন ওই যুগল। এই ঘটনায় কেউ বলছেন এটি ভালোবাসার প্রকাশ, আবার কেউ এটিকে শালীনতা লঙ্ঘন হিসেবে দেখছেন।

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ কেমন যাবে আপনার? জেনে নিন রাশিফল

‘চুমু জীবন কাটাবো’


এ ঘটনা টলিউড তারকাদের মধ্যেও আলোড়ন সৃষ্টি করেছে। পরিচালক বিরসা দাশগুপ্ত লিখেছেন, “চুমু পায়/ ঠিক যেমন বৃষ্টি পড়লে খিচুড়ি পায়/ তাই চুমু পেলে চুমু খাবো/ যখন যেখানে ইচ্ছে/ কার বাপের কী?” বিরসার এই মন্তব্যের জবাবে এক নেটিজেন বলেন ‘এ দেশে ধর্ষণ হলে কেউ ফিরেও তাকায় না, কিন্তু প্রেমের প্রকাশ দেখলেই সমালোচনা।’ অন্যদিকে কেউ লিখেছেন ‘সব জায়গায় সবকিছু করার মানে হয় না। শালীনতা বজায় রাখা দরকার।’ টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র সমর্থনে বলেন, “বেশ করেছে চুমু খেয়েছে, ঘুষ খায়নি তো আপনাদের মতো। Get a life, Man!” প্রযোজক রানা সরকার মজার ছলে লিখেছেন, “পাগলি, তোমার সঙ্গে মেট্রোতে চুমু জীবন কাটাবো।”

২০২৫ সালে দেবগুরু বৃহস্পতির তিনবার রাশি পরিবর্তন।কোন কোন রাশির জন্য শুভ সময় জেনে নিন 

তবে প্রশ্ন উঠছে, কালীঘাটের এই ঘটনাকে কেন এতটা বড় বিতর্ক করা হচ্ছে? বাইরের দেশে প্রকাশ্যে চুম্বন সাধারণ বিষয় হলেও কলকাতার মতো শহরে তা এখনো স্পর্শকাতর। বছর কয়েক আগে মেট্রো রেল কর্তৃপক্ষ আলিঙ্গন বা চুম্বন নিষিদ্ধ করার একটি নির্দেশিকা জারি করেছিল, যদিও সেটি ছিল কোভিডকালের জন্য। এখন এমন কোনও নিয়ম না থাকলেও, এই ধরনের ঘটনায় জনসাধারণের ভিন্নমত উঠে আসছে।নেটিজেনদের একটি অংশ মনে করছেন, ভালোবাসার প্রকাশকে সম্মান জানানো উচিত। অপরদিকে, অনেকে প্রকাশ্য স্থানে শালীনতার সীমা লঙ্ঘনের বিরুদ্ধে মতামত দিয়েছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর