বৃষ্টি

ব্যুরো নিউজ, ৩১ অক্টোবর :কালীপুজোর সকালের ঝলমলে রোদে বাজি শুকোতে দেওয়ার ব্যস্ততা আর সন্ধ্যায় রোশনাইতে মেতে ওঠার প্রস্তুতি। তবে কি এই আনন্দে বাধা হয়ে দাঁড়াবে বৃষ্টি? সাম্প্রতিক ঘূর্নিঝড় ‘ডানা’-র প্রভাব কাটিয়ে উৎসবের মেজাজে বাংলা। আর এই মুহূর্তে আবহাওয়ার গতিপ্রকৃতি নিয়ে বাড়ছে কৌতূহল।

দীপাবলির আগের রাতেই আতঙ্কে,কাঁচা চামড়ার গোডাউন ভয়াবহ অগ্নিকাণ্ড

ভাইফোঁটার কি বৃষ্টি হবে ?

আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস যা এই সময়ের জন্য স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াসের। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে ৬৩ শতাংশ থেকে সর্বাধিক ৯৪ শতাংশ পর্যন্ত।

শিল্পা শেট্টির সামনে দিয়ে ৮০ লক্ষ টাকার বিএমডাব্লিউ গাড়ি চুরি!

দক্ষিণবঙ্গে ৫ নভেম্বর পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং নদিয়ার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ৫ নভেম্বর থেকে দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। তবে বাকি জেলাগুলি শুষ্ক থাকবে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আগামী সাতদিন উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা ঠান্ডার আমেজের সঙ্গে সামান্য বৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবারের পর থেকে আবহাওয়া কিছুটা স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু অংশে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়ে গেছে।

সবজির অগ্নিমূল্যে রাজ্যের উদ্বেগ এবং টাস্ক ফোর্সের বৈঠক

ভাইফোঁটার সময় দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে উৎসবের আনন্দে বাধা পড়ার কোনো আশঙ্কা নেই।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর