ব্যুরো নিউজ ২ নভেম্বর : কালীপুজোর রাতে কলকাতা শহর জুড়ে নিষিদ্ধ শব্দবাজির তাণ্ডব। এর ফলে পুরো কলকাতা ভরে যায় বিষবাষ্পে। কলকাতা পুলিশের অভিযান চলাকালীন ৫১৯.৭ কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করা হয়। বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে দেখা যায়, মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগ রয়েছে, আবার কারও বিরুদ্ধে অভদ্র আচরণের অভিযোগও উঠে এসেছে।
বন্ধুদের মসকরা শেষমেশ হয়ে উঠল এক বন্ধুর মৃত্যুর কারন, তরুণের অস্বাভাবিক মৃত্যুর পেছনের গল্প
নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে শব্দবাজির ব্যাবহার
রাত ১২টার মধ্যে গ্রেপ্তারির সংখ্যা ব্যাপকভাবে বেড়ে ২৯২ জনে পৌঁছায়। তাদের মধ্যে ১১৭ জনকে নিষিদ্ধ বাজি ফাটানোর জন্য গ্রেপ্তার করা হয়, এবং ১৭৫ জনের বিরুদ্ধে অভদ্র আচরণের অভিযোগ রয়েছে।কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, সুপ্রিম কোর্ট ও কলকাতা হাই কোর্টের নিষেধাজ্ঞা মেনে কালীপুজোর আগেই একটি বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়েছিল, বৃহস্পতিবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে, কিন্তু শব্দবাজি ফাটানোর অনুমতি নেই। পাশাপাশি পরিবেশবান্ধব সবুজ বাজি ফাটানোর কথাও উল্লেখ করা হয়েছিল।
ভাইফোঁটার প্রস্তুতিতে বাজারের ভিড়, উচ্ছ্বাসের মাঝেও দাম চড়া
নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই তা উপেক্ষা করে শব্দবাজি ফাটাতে থাকে। যার ফলে রাতের কলকাতা শহরে শব্দবাজির তাণ্ডব বেড়ে যায়। এ নিয়ে পুলিশের কার্যক্রম শুরু হলে তারা নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করতে থাকে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে। ফলে পরিবেশ রক্ষা ও জনস্বার্থে কলকাতা পুলিশের কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে।