নদীতে ডুবে মৃত্যু যুবকের

ব্যুরো নিউজ, ৫ নভেম্ববর :নদিয়ার তেহট্টের চাঁদেরহাটে কালী প্রতিমা বিসর্জনের সময় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মুক্তেশ মণ্ডল (২৪) নামের এক যুবকের। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিরাচরিত নিয়ম মেনে কালী প্রতিমা বিসর্জনের সময় নৌকা বিহারে অংশ নিতে জড়ো হয়েছিলেন এলাকার মানুষ। নৌকা থেকে প্রতিমা বিসর্জনের এই ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী, পুজো কমিটির সদস্য ও সাধারণ মানুষ একসঙ্গে নৌকায় চড়ে প্রতিমা বিসর্জনের আয়োজন করেন।

দক্ষিণ কলকাতার কালীপুজো মণ্ডপে তৃণমূল কাউন্সিলরের কোন্দলে ভাঙচুর

 উদ্ধার করা হয় ২ জনকে

কুমড়োর নৌকায় নদীপথে গিনেস বুকে তুললেন আমেরিকান গ্যারি!

এবারও দুপুর থেকে শুরু হয়েছিল নৌকা বিহারের মাধ্যমে প্রতিমা বিসর্জন। স্থানীয় মানুষ নৌকায় চড়ে উৎসবের আমেজে মেতে ওঠেন। তবে এই আনন্দমুখর পরিবেশেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। একটি প্রতিমা বিসর্জনের সময় তিনজন নৌকা থেকে হঠাৎ জলঙ্গী নদীতে পড়ে যান। খবর পেয়ে দ্রুত পুলিশ ডুবুরি নামিয়ে দেন। দুজনকে সাথে সাথেই উদ্ধার করা সম্ভব হলেও মুক্তেশ মণ্ডল তলিয়ে যান। অনেক চেষ্টার পর তার নিথর দেহ উদ্ধার করা হয়। তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নভেম্বরে শীতের দেখা নেই, আকাশে বৃষ্টির সম্ভাবনা

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘নদীর পাশেই আমাদের বাড়ি। বসে বসে বাজি ফাটানোর দৃশ্য দেখছিলাম। তখনই দেখলাম মুক্তেশ জলে পড়ে গেল। আমরা সঙ্গে সঙ্গেই নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে খুঁজতে থাকি, কিন্তু প্রায় আধঘণ্টা খোঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার হয়।’

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর