ব্যুরো নিউজ,২২ ফেব্রুয়ারি :আগেই সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি আর কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির কোনও নতুন ছবির পরিচালনা করবেন না।তবে, এবার সৃজিতের অবর্তমানে শুরু হল কাকাবাবুর নতুন সফর। SVF থেকে ঘোষণা করা হলো প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগামী ছবি ‘বিজয়নগরের হিরে’। ছবির শুভ মহরতও হয়ে গেল।এদিন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে সৃজিত মুখোপাধ্যায় ভিডিয়ো কলের মাধ্যমে কাকাবাবুর টিমকে শুভেচ্ছা জানান। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ছবির পরিচালক চন্দ্রাশিস রায়ের সঙ্গে কথা বলেন।
রাজ চক্রবর্তীর ৫০ তম জন্মদিনে স্ত্রী শুভশ্রীর আদুরে চুম্বন
কাকাবাবুর চরিত্রে কে?
উল্লেখ্য, কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির প্রথম তিনটি ছবি—‘মিশর রহস্য’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ এবং ‘ইয়েতি অভিযান’ পরিচালনা করেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। আর এবার আসছে চতুর্থ ছবি ‘বিজয়নগরের হিরে’। সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে ছবির কাহিনী রচিত হচ্ছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবারও কাকাবাবুর চরিত্রে ফিরে আসছেন, এইবার সঙ্গী হিসেবে থাকবেন সন্তু। ২১ ফেব্রুয়ারি, ভাষা দিবসের দিন ছবির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক চন্দ্রাশিস রায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আরিয়ান ভৌমিক, এবং ছবির বাকি টিমের সদস্যরাও।
বিজয়নগরের হিরে ছবির গল্প অনুযায়ী, এবার কাকাবাবু তাঁর সঙ্গী সন্তু, জোজো, রিঙ্কু, ও রঞ্জনকে নিয়ে বেরিয়ে পড়বেন এক নতুন অভিযানে। এই ছবির কাহিনীতে কাকাবাবু এবং তাঁর টিমের একটি জমজমাট অভিযান চলবে। উপন্যাসে, কাকাবাবু ও তাঁর টিম একটি ঐতিহাসিক জায়গা হাম্পিতে পৌঁছায়। সেখানে তাঁদের সঙ্গে দেখা হয় মোহন সিং নামের একজনের, যিনি কাকাবাবুকে সেখানে যেতে নিষেধ করেন। তারপর ঘটে নানা রহস্যজনক ঘটনা। কাকাবাবুদের সঙ্গে কিছু হাতাহাতি হয়, এবং ভগবতীপ্রসাদ শর্মা নামক একজন ঐতিহাসিক তাঁদের কানে কানে একটি কথা বলেন।
আদর জৈন এবং আলেখ্য আডবানির বিয়েতে উপস্থিত সইফ-করিনা, উচ্ছ্বাসে ভাসেন উপস্থিত অতিথিরা
এর পর কাকাবাবু এবং তার দলকে অজ্ঞান করে ফেলা হয়, এবং হারিয়ে যায় ঐতিহাসিক ব্যক্তি ভগবতীপ্রসাদ শর্মা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাকাবাবু ও তাঁর দল কি বন্দীদশা থেকে বেরিয়ে আসতে পারবে? এবং মোহন সিং কি অন্যায়ভাবে ‘বিজয়নগরের হিরে’ হাতিয়ে নিতে চাইছেন?এবারে কাকাবাবুর নতুন অভিযানে নতুন রহস্য এবং উত্তেজনা। দর্শকদের অপেক্ষা এবার ছবির মুক্তির জন্য।