junior-doctors-protest-gathering

ব্যুরো নিউজ, ১১ অক্টোবর :সরকারের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে নবমীর সন্ধ্যায় ফের গণ সমাবেশের ডাক দিলেন পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার বিকেলে কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হবে এই সমাবেশ, যেখানে চিকিৎসকদের দাবি সংক্রান্ত লিফলেট বিলি করা হবে। পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন সাধারণ মানুষকে এই সমাবেশে যোগদানের আহ্বান জানাচ্ছে।

আজই রতন টাটার সম্পন্ন হবে শেষকৃত্য, গোটা দেশে শোকের ছায়া

সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত

সংগঠনের নেতা দেবাশিস হালদার শুক্রবার সকালে একটি ভিডিয়ো বার্তায় জানিয়েছেন, ‘আজ সন্ধ্যায় আমরা গণ সমাবেশের আয়োজন করছি’। উল্লেখ্য, চলমান অনশনের ফলে অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসক অনিকেত মাহাতোকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি সাধারণ মানুষের কল্যাণের জন্যই তৈরি, অথচ এর সঙ্গে সাধারণ মানুষের কোনো যোগ নেই বলে প্রচার করা হচ্ছে।

অনশনের জেরে চিকিৎসক অনিকেতের অবস্থার অবনতি

শুক্রবার বিকেলের এই গণ সমাবেশ অনশন মঞ্চের পাশে অনুষ্ঠিত হবে। তবে নির্দিষ্ট সময় জানানো হয়নি; তবে বিকেল ৬টা নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকরা এ সমাবেশকে মহাসমাবেশে রূপ দিতে চান। দেবাশিস বলেন, ‘আমাদের সহযোদ্ধারা দাবি আদায়ের জন্য জীবন বাজি রেখে লড়াই করছেন। তাদের পাশে দাঁড়ান এবং মনোবল আরও শক্ত করুন।’

রেড পান্ডা সংরক্ষণে বিশ্বসেরা দার্জিলিং চিড়িয়াখানা

এছাড়াও, অনিকেতের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করতে ডাক দিয়েছেন চিকিৎসকরা। তারা অভিযোগ করেছেন, ‘অমানবিক এই সরকারের কারণে অনিকেতের শারীরিক অবস্থার অবনতি হয়েছে’।

দুর্গাপুজোর প্রথম দুই দিন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সময় পুলিশি বাধার কারণে ধর্মতলায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। অভিযোগ উঠেছে, কলকাতা পুলিশ রীতিনীতির তোয়াক্কা না করে সাধারণ মানুষকে বাধা দিয়েছে। এই পরিস্থিতিতে জুনিয়র চিকিৎসকরা আবারও তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় নামতে প্রস্তুত।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর