junior-doctors-movement-scientists-letter

ব্যুরো নিউজ,১৪ অক্টোবর:রাজ্যের ২৪৭ জন স্বনামধন্য বিজ্ঞানী মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে। তারা বলেছেন, গত ৯ অগাস্টের ঘটনার প্রেক্ষিতে জুনিয়র ডাক্তারদের দাবি সম্পূর্ণ ন্যায্য। তারা প্রাণ বাজি রেখে অনশনে বসা জুনিয়র ডাক্তারদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন।চিঠিতে উল্লেখ করা হয়েছে, আরজি কর মেডিক্যাল কলেজে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তি দিতে হবে।

গরুর গুণগানে বিজেপি মন্ত্রী সঞ্জয় সিং অদ্ভুত মন্তব্য

দুর্নীতির সঙ্গে যুক্ত

বিজ্ঞানীরা দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।সঙ্গে আরও বলা হয়েছে, পশ্চিমবঙ্গে রাজ্য প্রশাসনের একাংশও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। বিজ্ঞানীরা অভিযোগ করেছেন যে, সরকার জিরো করাপশনের কথা বললেও প্রশাসনের বিভিন্ন স্তরে দুর্নীতি প্রবেশ করেছে। রাজ্যের নাগরিকরা প্রশাসনিক কর্মকর্তাদের অপরাধের কথা জানাতে ভয় পাচ্ছেন।কারণ প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে অনেকেই দুর্নীতির সঙ্গে যুক্ত।

সাহারা মরুভূমির রূপ পরিবর্তনঃ বৃষ্টির অজানা প্রভাব

জুনিয়র ডাক্তারদের দাবি পূরণের জন্য বিজ্ঞানীরা মুখ্যমন্ত্রীকে অবিলম্বে তৎপর হওয়ার অনুরোধ করেছেন। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের চাপ ক্রমশ বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। দুর্গাপুজোর মধ্যেও ধর্মতলায় আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ডাক্তাররা, এবং তাদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন হাজার হাজার মানুষ।বিভিন্ন বিশিষ্টজনও জুনিয়র ডাক্তারদের দাবির প্রতি সমর্থন জানিয়েছেন। তবে, ষষ্ঠীর দিন মুখ্যসচিবের সঙ্গে একটি বৈঠক ছাড়া সরকারের তরফ থেকে কোনো তৎপরতা দেখা যায়নি। এখন দেখা যাক, বিজ্ঞানীদের চিঠি পেয়ে মুখ্যমন্ত্রীর টনক নড়ে কি না।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর