ব্যুরো নিউজ,১২ অক্টোবর:ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন চলছে। তাদের শরীর ক্রমশ দুর্বল হলেও মনোবল কিন্তু অটুট।আরজি কর কাণ্ডের প্রতিবাদ হিসেবে রবিবার অরন্ধনের ডাক দিয়েছেন তারা। রাতে ধর্মতলার অনশন মঞ্চের সামনের অংশ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সাধারণ মানুষও এদিন ধর্মতলায় এসে অংশগ্রহণ করছেন। অনেকেই ঠাকুর দেখার জন্য বেরিয়েও এসে প্রতিবাদ আন্দোলনে যোগ দেন।রাতে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সাধারণ মানুষ কাতারে কাতারে প্রতিবাদ আন্দোলনে সামিল হন।
আলিয়া ভাটের মেয়ে রাহার জন্য রাম চরণের বিশেষ উপহার
অরন্ধন কর্মসূচি পালন
তারা বলেন, “জুনিয়র ডাক্তাররা না খেয়ে আছেন, এটা দেখে আমাদের খুব কষ্ট হচ্ছে।”জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, রবিবার প্রতিটি বাড়িতে একবেলা অরন্ধন কর্মসূচি পালন করতে। তারা চাইছেন, প্রতিবাদের এই রূপ আরও বেশি মানুষের কাছে পৌঁছাক। বহু মানুষ সংবাদমাধ্যমে জানিয়েছেন, “ছোট ছোট ছেলেমেয়েরা দিনের পর দিন না খেয়ে রয়েছেন। আমরা অরন্ধন কর্মসূচি পালন করব।”
বাঁসুরী স্বরাজের মন্তব্যঃ বিরোধী দলনেতার পদে পরিবর্তনের সম্ভাবনা
এদিন, ধর্মতলায় এসে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের আশীর্বাদ জানাচ্ছেন বহু মানুষ। রাজ্যের মুখ্যসচিব জুনিয়র ডাক্তারদের চিঠি পাঠিয়ে অনশন তুলে নেওয়ার অনুরোধ করেছেন। তবে জুনিয়র ডাক্তাররা রাজ্যের মুখ্যসচিবের এই অনুরোধে সন্তুষ্ট নন। মুখ্যসচিবের চিঠিতে নিরাপত্তা ও সুরক্ষার ব্যবস্থা নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। তবে জুনিয়র ডাক্তাররা এখনও পর্যন্ত সরকারের পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করেননি। তাদের আন্দোলন অব্যাহত রয়েছে এবং তারা দাবি না মেটা পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।