ব্যুরো নিউজ,১৭ নভেম্বর:আর জি কর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা শনিবার সন্ধ্যায় বিচার না পাওয়ার প্রশ্ন তুলে ধরলেন। প্ল্যাটিনাম জুবিলি ভবনের সামনে মোমবাতির শিখায় উজ্জ্বল ‘ক্রাই অব দ্য আওয়ার’ মূর্তি, তার সামনে সাজানো কমলা ও হলুদ গাঁদা ফুলে লেখা হয়েছে, ‘অবিচারের একশো দিন, আর কত দিন বিচারহীন?’ গত ৯ অগস্ট চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধারের পর শনিবার ১০০ দিন পূর্ণ হয়। এই দীর্ঘ সময়ে কেন এখনও ন্যায় বিচার পাচ্ছে না, সে প্রশ্ন জুনিয়র চিকিৎসকরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আবারও তুলে ধরলেন।
ইজ়রায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আবার হত্যার চেষ্টা
স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠা
ধর্মতলার অনশন প্রত্যাহারের পর থেকে, জুনিয়র চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছেন, তারা কোনওভাবেই ন্যায় বিচারের দাবি থেকে সরে আসবেন না। বরং, তাদের আন্দোলন আরও জোরদার করা হবে। তাই, ১০০ দিন পরেও বিচার না মেলার প্রতিবাদে রবিবার রাতে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সমাবেশের ডাক দিয়েছে ‘জুনিয়র ডক্টর্স ফ্রন্ট’। এর আগে, এ দিন আর জি করের চিকিৎসকরা সকাল থেকে কালো ব্যাজ পরেন। সন্ধ্যায় জরুরি বিভাগের সামনে নির্যাতিতার প্রতীকী মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন তাঁরা। এরপর প্ল্যাটিনাম জুবিলি ভবনের কাছে কবিতা পাঠ, গান এবং শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি চলতে থাকে।
মাদক পাচারকারী গৌতম মণ্ডল গ্রেফতারঃএকাধিক অপরাধের অভিযোগ
জুনিয়র চিকিৎসকরা জানালেন, ‘‘নির্যাতিতার জন্য সুবিচার না মেলা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চালিয়ে সাধারণ মানুষের মনে আন্দোলনকে জাগিয়ে রাখা হবে।’’ এর পাশাপাশি, আর জি করের বক্ষরোগ বিভাগের নাম নির্যাতিতার নামে করার জন্য কলেজ কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন বিরোধী জুনিয়র চিকিৎসকরা। তারা দাবি করেছেন, নির্যাতিতার প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাঁর নামে একটি স্মৃতিস্তম্ভ প্রতিষ্ঠা করা উচিত।