LIC এজেন্টকে খুন

ব্যুরো নিউজ ২ নভেম্বর : কলকাতার জোড়াবাগানে এলআইসি এজেন্ট অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দোষীকে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে এক নাবালককে, যে কিনা নিজের মায়ের ‘পরকীয়া’ সম্পর্কের জন্য অভিজিৎবাবুর উপর রাগ পুষে রেখেছিল। পুলিশি তদন্তে জানা গিয়েছে, এই ঘটনার পেছনে ছিল সেই নাবালকের  প্রতিশোধ নেওয়ার ইচ্ছা।

মেয়ের কী নাম রাখলেন বলিউড তারকা দীপিকা ও রণবীর!

সম্পর্কের আপত্তিতেই খুন

পুলিশ সুত্রে খবর , মৃত অভিজিৎবাবুর সঙ্গে এলআইসি কাজের সূত্রে নদিয়ার চাপড়ার এক মহিলার পরিচয় হয়েছিল। তাদের সম্পর্ক ঘনিষ্ঠ হলে, মহিলার ছেলে এই সম্পর্কে আপত্তি জানায়। কিন্তু তার মা এই আপত্তিকে গুরুত্ব না দিয়ে অভিজিৎবাবুর সাথে সম্পর্ক বজায় রাখেন। এতে ক্ষুব্ধ হয়ে কালীপুজোর দিন নাবালক কলকাতায় এসে অভিজিৎবাবুর বাড়িতে ঢুকে তাকে ছুরি দিয়ে ১১ বার কোপায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাথায় ৯ বার এবং হাতেও আঘাত করে তাকে হত্যা করে নাবালক।

উৎসবের পর পেট খারাপ? ঘরোয়া টোটকায় ফিরে পান মুক্তি

অভিযুক্ত নাবালক হত্যার পর ঘটনাস্থল থেকে অভিজিৎবাবুর হার, আংটি এবং মোবাইল নিয়ে পালিয়ে যায়। মোবাইলটি নদিয়ায় পৌঁছে অন করার সঙ্গে সঙ্গে পুলিশ তার টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাকে আটক করতে সক্ষম হয়। অভিযুক্ত নাবালককে শুক্রবার নদিয়া থেকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসা হয়। পুলিশের অনুমান, হত্যাকাণ্ডে তার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর