Jisshu Sengupta

ব্যুরো নিউজ,১৮ এপ্রিল: গত বছর থেকেই ব্যক্তিগত জীবনের কারণে বারবার শিরোনামে এসেছেন টলিউড অভিনেতা যিশু সেনগুপ্ত। তাঁর এবং স্ত্রী নীলাঞ্জনা শর্মার দীর্ঘ দাম্পত্য জীবনে ভাঙন ধরেছে বলে টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছে। দু’জনের আলাদা হয়ে যাওয়া এবং যিশুর বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগ ঘিরে বহু জলঘোলা হয়েছে। বর্তমানে যিশু নাকি নিজের দিদির বাড়িতে থাকছেন, আর তাঁর স্ত্রী নীলাঞ্জনা দুই কন্যাকে নিয়ে থাকছেন অন্যত্র। এই পারিবারিক সংকটের মাঝেই অভিনেতা নিজের কাজের জগতে নতুন করে ফিরেছেন। একদিকে যেমন ‘ডান্স বাংলা ডান্স’ অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে, তেমনি নববর্ষে সৌরভ দাসের সঙ্গে মিলে খুলেছেন একটি প্রযোজনা সংস্থা।

শান্তির মুখোশে লুকানো উত্তেজনার আগুন: কী বললেন মুখ্যমন্ত্রী?

ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে সতর্কবার্তা

তবে নতুন যাত্রার শুরুতেই নতুন বিপদ। সম্প্রতি অভিনেতা দেখেছেন তাঁর প্রযোজনা সংস্থার নাম এবং লোগো ব্যবহার করে একটি ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই অ্যাকাউন্ট ব্যবহার করে জনসাধারণকে বিভ্রান্ত করা হচ্ছে। এই ঘটনায় তিনি নিজেই ক্ষুব্ধ হয়ে সোশ্যাল মিডিয়ায় স্ক্রিনশট পোস্ট করে সকলকে সতর্ক করেছেন। তিনি লেখেন, “এই অ্যাকাউন্টটি ভুয়ো। এর বিরুদ্ধে রিপোর্ট করুন। যাতে কেউ ভুল পথে পরিচালিত না হয় কিংবা কেউ কারও সঙ্গে প্রতারণা করতে না পারে।”

শিক্ষা দুর্নীতি না রাজনৈতিক চিত্রনাট্য? রবিবারের পথে জবাব খুঁজছে রাজনীতি

যিশুর এই সতর্কবার্তা চোখে আঙুল দিয়ে দেখায়, কিভাবে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার আজকের দিনে সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে সেলেবদেরও সমস্যায় ফেলতে পারে। তাঁর নতুন প্রযোজনা সংস্থার নাম ও লোগো হুবহু ব্যবহার করে এমন একটি ভুয়ো অ্যাকাউন্টের অস্তিত্ব নিঃসন্দেহে উদ্বেগজনক।

শুরু ধোঁয়া থেকে, শেষ কোথায়? রেলের আগুন এখন নিয়মিত আতঙ্ক!

যিশু সেনগুপ্ত একদিকে যেমন পারিবারিক বিতর্কের মাঝেও নিজের পেশাদার জীবন চালিয়ে যাচ্ছেন, তেমনি ভুয়ো তথ্য ও প্রতারণা থেকে মানুষকে রক্ষা করার দায়িত্বও নিচ্ছেন। এই ঘটনায় তাঁর সতর্কতা শুধু অনুরাগীদের জন্য নয়, বরং সকলের জন্যই এক শিক্ষা— ইন্টারনেটে পাওয়া সব তথ্য বিশ্বাস করার আগে যাচাই করে নেওয়া অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর