ব্যুরো নিউজ,২৬ অক্টোবর:কিছুদিন আগে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বাবা সিদ্দিকী । এবছরের ফেব্রুয়ারিতে বাবা সিদ্দিকী কংগ্রেস ছেড়ে এন সি পি তে যোগ দিয়েছিলেন। গত ১২ অক্টোবর ছেলে জিসানের দপ্তরের সামনে গুলি করে হত্যা করা হয়েছিল বাবা সিদ্দিকীকে। প্রসঙ্গত পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম যথাক্রমে গুরুমেল সিং এবং ধরমরাজ কাশ্যপ। যদিও অন্য একজন শুটার কে এখনো ধরা যায়নি।
দিল্লিতে বাসীদের দূষণের চাপ থেকে পাহাড়ের শুদ্ধ বাতাসে পালানোর প্রবণতা
কংগ্রেস থেকে বহিষ্কার
সূত্রের খবর ওই শুটার এর নাম শিবকুমার গৌতম। তিনিই বাবা সিদ্দিকী কে লক্ষ্য করে প্রাণঘাতী গুলিটি ছুঁড়েছিলেন। ফেব্রুয়ারিতে বাবা সিদ্দিকী যখন কংগ্রেস ছেড়ে এন সি পি তে যোগ দিয়েছিলেন তখন তার ছেলে জিসান দলবদল করেন নি। জিসান মুম্বাইয়ের যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। ২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা ভোটে প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেই তিনি জয়ী হয়েছিলেন বান্দ্রা পূর্বকেন্দ্র থেকে। কিন্তু এবার বাবা সিদ্দিকীর ছেলে জিসান শুক্রবার আনুষ্ঠানিকভাবে এন সি পি তে যোগ দিলেন অজিত পাওয়ারের নেতৃত্বে। সিদ্দিকী পুত্র জিসান কে তার পুরনো কেন্দ্র অর্থাৎ মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব কেন্দ্রেই প্রার্থী করা হবে বলে জানানো হয়েছে এনসিপির তরফ থেকে। টানা ১০ বছর ধরে ওই আসন শিবসেনার দখলে ছিল।
আর জি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগঃ সিবিআইয়ের চিঠি স্বাস্থ্য দফতরকে
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে বান্দ্রা পূর্ব কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে ছিলেন মুখ্যমন্ত্রী নারায়ন রানে। কিন্তু তিনি হেরে গিয়েছিলেন। গত আগস্ট মাসে মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনে দলের হুইপ কে অমান্য করে জিসান বিজেপি জোটের প্রার্থীকে ভোট দিয়েছিলেন এবং তার কারণেই তাকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছিল। এবার এনসিপির প্রার্থী হয়ে জিসান মুম্বাইয়ের বান্দ্রা পূর্ব কেন্দ্রে জিততে পারবেন কিনা সেটাই দেখার।