ব্যুরো নেওস, ৫ মে: বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলা! ফিরে এল পুলওয়ামার স্মৃতি!
বাইডেনের ‘জেনোফোবিক’ মন্তব্যের প্রতিক্রিয়া দিলেন জয় শঙ্কর! ঠিক কি বললেন তিনি?
কাশ্মীরের পুঞ্চ উপত্যকায় সুরানকোটের উপর দিয়ে যাচ্ছিল বায়ুসেনার কনভয়। সেই সময়েই জঙ্গি হামলা। ঠিক যেনও পুলওয়ামা হামলার ছকেই ফের হামলা। তবে কি দ্বিতীয় পুলওয়ামা ঘটানোর চক্রান্ত?
সময়টা ২০১৯ -এর ১৪ ফেব্রুয়ারি। নিরাপত্তা কর্মীদের গাড়ির কনভয় জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তী পাড়ার কাছাকাছি লেথোপোড়া অতিক্রম করতেই জওয়ানদের সেই কনভয়ে হামলা চালানো হয়। আর তাতেই শহিদ হন ৪০ জন জওয়ান। সেই ঘটনার স্মৃতি আজও সকলের মনে তাজা। এরপর গতকাল একই ভাবে কাশ্মীরের পুঞ্চ উপত্যকায় সুরানকোটের উপর দিয়ে বায়ুসেনার কনভয় লক্ষ করে ফের হামলা চালায় জঙ্গিরা। এমনকি এলোপাথাড়ি গুলি চালানো হয়। ঘটনায় বায়ুসেনার পাঁচ জওয়ান জখম হন। জানা গিয়েছে, চিকিৎসারত এক জওয়ান শহিদ হয়েছেন।
তবে জঙ্গিরা গুলি চালালে, জঙ্গিদের সঙ্গে তুমুল গুলির লড়াই শুরু হয় বায়ুসেনার। জঙ্গি দমনে আরও জওয়ান পাঠানো হয়। ঘটার বেশ কিছু ছবি সামনে এসেছে। সেখানে দেখ যাচ্ছে, গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে জওয়ানদের গাড়ির কাচ।
গতবছর ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে অনেকটাই স্বাভাবিক হচ্ছে জম্মু ও কাশ্মীরের জনজীবন। এবছর লোকসভা নির্বাচনও চলছে সেখানে। এমনকি ৩৭০ ধারা তুলে নেওয়ার পর সেখানে গিয়েছেন প্রধানমন্ত্রী, এমনকি সেখানে জনসভায় যথেষ্ট সারাও পেয়েছেন তিনি। ধিরে ধিরেজখন সন্ত্রাস কমে সাধারণ ছন্দে ফিরছে সেখানকার পরিস্থিতি। তখনই ফের জঙ্গি হামলা। ফের আতঙ্ক-সন্ত্রাস ফিরিয়ে আনতে বায়ুসেনার কনভয়ে হামলা।