ব্যুরো নিউজ, ৮ মে: টেলিভিশনের পর্দায় কোন ধারাবাহিক কতটা জনপ্রিয়, তার নির্ণায়ক টিআরপি তালিকা। প্রতি সপ্তাহেই এই তালিকার দিকে চোখ রাখেন ধারাবাহিক প্রেমীরা। চলতি বছরের শুরুতে ‘পরিণীতা’ যেমন দর্শকদের মনে রাজত্ব করেছিল, ঠিক তেমনই এখন সেই সিংহাসন দখল করেছে ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহেও শীর্ষস্থান অটুট রেখেছে ‘জগদ্ধাত্রী’। ধারাবাহিকটি প্রাপ্ত নম্বর ৭.১, যা গত সপ্তাহের মতোই অপরিবর্তিত। প্রমাণ করে দিচ্ছে, এই শো এখনও দর্শকদের মনে একই জায়গায় জমিয়ে আছে।
নতুনদের উত্থান, পুরনোদের লড়াই
দ্বিতীয় স্থানে উঠে এসেছে নতুন ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’। প্রাপ্ত নম্বর ৬.১। একই নম্বর নিয়ে দ্বিতীয় স্থান ভাগ করে নিয়েছে ‘ফুলকি’। এই দুই ধারাবাহিকের মধ্যে দর্শকসংখ্যা প্রায় সমান। তৃতীয় স্থানে কিছুটা পিছিয়ে রয়েছে ‘পরিণীতা’। উদয়প্রতাপ ও ঈশানীর অভিনীত এই ধারাবাহিক টিআরপি নম্বর পেয়েছে ৬। শুরুর দাপট কিছুটা হারালেও শীর্ষ পাঁচের মধ্যেই টিকে আছে। চতুর্থ স্থানে রয়েছে জনপ্রিয় শো ‘রাঙামতী তিরন্দাজ’, যার প্রাপ্ত নম্বর ৫.৬। পঞ্চম স্থানে আবারও জায়গা করে নিয়েছে জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ‘চিরদিনই তুমি যে আমার’। ধারাবাহিকটি পেয়েছে ৫.৪ নম্বর, যা দর্শকদের আনুগত্যের প্রমাণ।
ষষ্ঠ স্থানে রয়েছে সাহেব-সুস্মিতা জুটির ‘কথা’ (৫.১)। এরপর সপ্তম স্থানে রয়েছে ‘গৃহপ্রবেশ’, যার নম্বর ৫। অষ্টম স্থানে রয়েছে দুই ধারাবাহিক—‘গীতা এলএলবি’ ও ‘চিরসখা’। দু’টিই পেয়েছে ৪.৬ নম্বর। টিআরপি তালিকায় নতুনদের উত্থান যেমন লক্ষণীয়, তেমনই পুরনো জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে চলেছে জমজমাট লড়াই। এখন দেখার বিষয়, আগামী সপ্তাহে এই তালিকায় আবার নতুন কোনও চমক আসে কি না।