jadavpur-university-protest-demand-justice

ব্যুরো নিউজ,১৮ অক্টোবর:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হতে চলেছে একটি প্রতিবাদ কর্মসূচি। আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা এবং ২০২৩ সালের র‌্যাগিং কাণ্ডে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যুর বিচারসহ মোট সাতটি দাবি নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে ধর্নায় বসবেন ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক, প্রাক্তন শিক্ষার্থী এবং কর্মচারীরা। নতুন একটি প্ল্যাটফর্ম ‘জেইউ ফর জাস্টিস’ গঠন করা হয়েছে, এবং সাধারণ মানুষকেও এই প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

নায়েব সিং সাইনিঃ হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদের সাতটি দাবি

এই সংগঠনটি আরজি করে মহিলা চিকিৎসকের ঘটনা এবং জুনিয়র ডাক্তারদের দাবিগুলিকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে। বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়েছে, যে সরকার এবং পুলিশ ক্ষমতার অপব্যবহার করছে এবং আন্দোলন দমানোর চেষ্টা চালাচ্ছে। ‘অভয়া পরিক্রমা’ নামক কর্মসূচির সময় যাদবপুরের পাঁচ ছাত্রকে গ্রেফতার করা হয়, যাদের বিরুদ্ধে ‘দাঙ্গা সৃষ্টি করা’র মামলা রুজু হয়েছে। সংগঠনের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর অধিকার থাকা সত্ত্বেও কেন এই গ্রেফতার।

কানাডায় খলিস্তানিদের মদত দিচ্ছে পাকিস্তানঃ জাস্টিন ট্রুডোর বিস্ফোরক অভিযোগ

  1. আরজি করে মহিলা চিকিৎসক হত্যার বিচার এবং স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা চেয়ে জুনিয়র ডাক্তারদের দাবি মেনে নিতে হবে।
  2. গ্রেফতার হওয়া ছাত্রছাত্রীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
  3. বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনের নির্বাচন দ্রুত আয়োজন করতে হবে।
  4. র‌্যাগিং কাণ্ডের তদন্ত দ্রুত শেষ করতে হবে এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করতে হবে।
  5. যৌন হেনস্থার বিরুদ্ধে একটি লিঙ্গ সংবেদনশীল কমিটি গঠন করতে হবে এবং অভ্যন্তরীণ অভিযোগ কমিটি পুনর্গঠন করতে হবে।
  6. সম্প্রতি পারিশ্রমিক বৃদ্ধির পরিমাণ কমাতে হবে এবং পূর্ববর্তী কাঠামোতে ফিরিয়ে নিতে হবে।
  7. ‘থ্রেট কালচার’ তথা ভয় দেখানোর রাজনীতি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করতে হবে।

প্রতিবাদকারীরা বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের সামনে ধর্নায় বসবেন এবং যত দিন না তাদের দাবিগুলি পূরণ হচ্ছে, তত দিন পর্যন্ত প্রতিবাদ চলবে বলে জানিয়েছে ‘জেইউ ফর জাস্টিস’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর