ব্যুরো নিউজ, ২৭ নভেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইন্টারনাল পরীক্ষার নম্বর কারচুপিকে ঘিরে উত্তাল ছাত্র আন্দোলন। সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের পড়ুয়াদের অভিযোগ, খাতা না দেখেই শিক্ষকেরা নম্বর বসিয়েছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ে তুমুল বিতর্ক ছড়ায়। ইতিমধ্যে দুজন অধ্যাপককে শোকজ করা হলেও অশান্তি থামেনি।
ইজরায়েল-হিজবুল্লাহ যুদ্ধবিরতিঃ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণার পর নেতানিয়াহুর সতর্কবার্তা
দাবি পরীক্ষার খাতা বাইরের পরীক্ষকদের দিয়ে পুনর্মূল্যায়ন করা হোক
মঙ্গলবার সন্ধ্যায় নম্বর কারচুপির প্রতিবাদে দফায় দফায় সংঘর্ষে জড়ায় ছাত্র সংগঠন ডিএসএফ এবং এসএফআই। সূত্রের খবর, ক্যাম্পাসে ফ্লেক্স ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা চরমে ওঠে। ধাক্কাধাক্কি থেকে হাতাহাতি পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে।পড়ুয়াদের দাবি,পরীক্ষার খাতা না দেখেই নম্বর বসিয়ে দেওয়ার ঘটনা তাদের ভবিষ্যৎকে সঙ্কটে ফেলছে। কেউ কেউ অভিযোগ করেছেন কিছু ক্ষেত্রে খাতার নম্বরও কেটে দেওয়া হয়েছে। তাদের দাবি অবিলম্বে এই খাতা বাইরের পরীক্ষকদের দিয়ে পুনর্মূল্যায়ন করা হোক। দুই অভিযুক্ত শিক্ষকের রুমে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো হয়। তবে অভিযুক্ত এক শিক্ষক দাবি করেন খাতা দেখা হয়েছিল কিন্তু পদ্ধতিগত কোনও ত্রুটি থাকতে পারে।
শীতে পাহাড় ভ্রমণের প্ল্যান করছেন ? কোন জায়গায় যাবেন আর কোথায় নয় আগে থেকেই সাবধান হন
শিক্ষার্থীদের আরও অভিযোগ নম্বর কারচুপি ইস্যুতে প্রতিবাদ করার জন্য তাদের হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে থ্রেট কালচার ক্রমেই বেড়ে চলেছে, যা ছাত্রদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে।যারা নম্বর কারচুপির সঙ্গে যুক্ত, তাদের সাসপেন্ড করার দাবি তুলেছেন পড়ুয়ারা। এই ঘটনায় ক্যাম্পাসজুড়ে উদ্বেগের বাতাবরণ তৈরি হয়েছে। ছাত্ররাজনীতির এই সংঘর্ষের ফলে যাদবপুর আবারও শিরোনামে উঠে এসেছে।