ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস

ব্যুরো নিউজ,২ ডিসেম্বর:বর্তমানে মহাকাশ গবেষণায় একের পর এক সাফল্য অর্জন করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO)। সম্প্রতি, ISRO একটি নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছে।কেন্দ্র শুক্রগ্রহে মহাকাশযান পাঠানোর জন্য অনুমোদন দিয়েছে এবং ২০২৮ সালে এই মহাকাশযান উৎক্ষেপণ করবে ISRO । ISRO-র ডিরেক্টর নীলেশ দেশাই জানিয়ে দিয়েছেন, চন্দ্রযান-৩-এর সফল অভিযানের পর, চন্দ্রযান-৪ মিশনও পরিকল্পিত।

বাংলাদেশে আক্রান্ত বেলঘরিয়ার যুবক, আতঙ্কিত সায়ন ফিরলেন রক্তাক্ত অবস্থায়

কবে উৎক্ষেপণ হবে?


এটি শুধু চাঁদের পৃষ্ঠে অবতরণ করবে না, বরং সেখান থেকে মাটি ও পাথরের নমুনাও সংগ্রহ করবে এবং সেগুলি পৃথিবীতে ফিরিয়ে আনবে। ভারত এবং জাপান যৌথভাবে চন্দ্রযান-৪ মিশনটি পরিচালনা করবে।এছাড়া, দেশাই আরও জানিয়েছেন, চন্দ্রযান-৪ মিশন এখনও সরকারি অনুমতির অপেক্ষায় রয়েছে। এই মিশনে দুটি অভিযান থাকবে। রোভারটির ওজন হবে ৩৫০ কেজি, যা চন্দ্রযান-৩ মিশনের তুলনায় ১২ গুণ বেশি ভারী হবে। সরকারি অনুমোদন পেলে ২০৩০ সালের মধ্যে এই মিশন পাঠানো সম্ভব হবে।

মিড-ডে মিলে ডিমের বরাদ্দঃ একটা গোটা ডিম কি পড়ুয়াদের পাতে পড়বে?

মঙ্গলে অবতরণ করার পরিকল্পনা নিয়েও কথা বলেছেন দেশাই। তিনি বলেছেন, মঙ্গলে আমাদের মিশনের আওতায় স্যাটেলাইটকে শুধু মঙ্গলের কক্ষপথে পাঠানো হবে না, বরং তার পৃষ্ঠে অবতরণের চেষ্টা করা হবে। আগামী দুই বছরের মধ্যে গগনযান মিশনও শুরু হবে।গগনযান মিশন হবে মানববিহীন।পরবর্তীতে, মানুষকে মঙ্গলগ্রহে পাঠানোর পরিকল্পনাও রয়েছে। সরকার মহাকাশে ভারতের নিজস্ব স্পেস স্টেশন নির্মাণের অনুমতি দিয়েছে এবং এই স্পেস স্টেশনের পাঁচটি মডিউলের মধ্যে প্রথমটি ২০২৮ সালে উৎক্ষেপণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর