বনি-কৌশানী

ব্যুরো নিউজ, ২৯ নভেম্বর : অভিনেত্রী কৌশানী এখন ছুটি কাটাতে গেছেন আফ্রিকার তানজানিয়ার জঙ্গলে। সঙ্গী বনি সেনগুপ্ত। আফ্রিকায় কার্তিক আরিয়ানের সুপারহিট ‘ভুলভুলাইয়া’ সিনেমার নাচের গানে রিল বানিয়ে তুমুল আলোচনার স্বীকার এই তারকাজুটি।

লো-ভোল্টেজের সমস্যার সমাধানে নতুন সাবস্টেশন, শ্যামপুরে স্বাভাবিক হবে কি বিদ্যুৎ পরিষেবা?

অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

কিছুদিন আগে কলকাতা থেকে আফ্রিকার উদ্দেশে উড়ে গিয়েছিলেন বনি-কৌশানী। সেখান থেকে বেশ কিছু মজার মুহূর্তও সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তারা। তবে বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় তাদের এক রিল ভিডিও দেখে নেটিজেনদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে যায়।তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কে জেব্রা এবং জিরাফের মাঝে নাচ করে ভিডিওটি শুট করেন এই তারকাজুটি। ভিডিওতে তারা কার্তিক আরিয়ানের ‘ভুলভুলাইয়া’ গানে মজার স্টেপে নাচছেন। ভিডিওটি দেখে একাংশের মধ্যে যেমন প্রশংসার ঝড় উঠেছে তেমনই আবার কিছু নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে।একজন লিখেছেন “এখন যদি সিংহ বা বাঘ আসে, তখন কী করবেন?” আবার কেউ মন্তব্য করেছেন, “এতটা সৃজনশীলতা না দেখিয়ে আপনি জঙ্গলের পশুদের মাঝে নাচ করছেন?” এমনকি কেউ বাংলা গানে রিল শুট না করার জন্য কটাক্ষও করেছেন। একজন লিখেছেন, “বাঙালি হয়ে বাংলায় গানের রিল বানাও, এসব কি না করছেন!”

শক্ত না নরম বিছানায় ঘুমানো শরীরের পক্ষে উপকারী ?

তবে যাই হোক বনি-কৌশানী যে আফ্রিকায় ছুটি কাটাচ্ছেন এবং পুরোপুরি উপভোগ করছেন। তা তাদের সোশাল মিডিয়া পোস্টগুলোর মাধ্যমে স্পষ্ট হয়ে যাচ্ছে। তারা প্রায় প্রতিটা মুহূর্তই তাদের ভক্তদের সঙ্গে শেয়ার করছেন। যা তাদের অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর