israel-attack-west-bank-impact-gaza-war

ব্যুরো নিউজ,৪ অক্টোবর:গাজার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আবারও হামলা চালাল ইজ়রায়েলি সেনা। এ বার লক্ষ্য হল ওয়েস্ট ব্যাঙ্কের তুলকারেম শরণার্থী শিবির। এই হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। চলমান গাজার সংঘর্ষের কারণে বহু প্যালেস্টাইনি এখানে আশ্রয় নিয়েছিলেন, এমন তথ্য প্রকাশ করেছে ওয়েস্ট ব্যাঙ্কের স্বশাসিত কর্তৃপক্ষ।ইজ়রায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের গোয়েন্দা সংস্থা শিন বেটের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার গভীর রাতে এই বিমান হামলা পরিচালনা করা হয়। তাদের দাবি, ওই অঞ্চলে প্যালেস্টাইনি জঙ্গিদের গতিবিধির বিষয়ে ‘সুনির্দিষ্ট তথ্য’ ছিল।

আইরার সঙ্গে শামির দেখাঃ হাসিনের দাবি, ‘সবটা লোক দেখানো’

প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন

গাজার তীরবর্তী এলাকা হামাসের দখলে থাকলেও ওয়েস্ট ব্যাঙ্ক অঞ্চলটি প্যালেস্তাইন মুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা প্রয়াত ইরাসের আরাফতের গড়া সংগঠন ‘ফাতা’-র নেতৃত্বাধীন প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)-এর নিয়ন্ত্রণে। এখানে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃত স্বশাসিত প্যালেস্টাইন কর্তৃপক্ষ প্রশাসন পরিচালনা করে।এদিকে, ইজ়রায়েল সেনা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক জনমত উপেক্ষা করে ওয়েস্ট ব্যাঙ্কের একাংশ দখল করে রেখেছে। ২০০৭ সালে ফাতার বাহিনীকে উৎখাত করার পর হামাস গাজ়া অঞ্চল দখল করে এবং তখন থেকেই দুই প্যালেস্টাইনি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছিল। তবে গাজার যুদ্ধ পরিস্থিতি ওয়েস্ট ব্যাঙ্কে ইজ়রায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্যালেস্টিনীয় আন্দোলনকে নতুনভাবে ঐক্যবদ্ধ করেছে।

কেকের স্বাদে বিষের ছোঁয়া সতর্ক থাকুন!

জুলাই মাসে বেজিংয়ে অনুষ্ঠিত তিন দিনের আলোচনায় প্যালেস্টাইনি গোষ্ঠী ফাতা ও হামাসের মধ্যে একটি প্রশাসনিক ঐক্য গড়ে তোলার সমঝোতা সই হয়। এর পরপরই ‘জঙ্গি দমন’ এর নামে ওয়েস্ট ব্যাঙ্কে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইজ়রায়েল, যা প্যালেস্টাইনি জনগণের মধ্যে নতুন একটি উদ্বেগের সৃষ্টি করেছে।রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক সমাজের কাছে এই সংকটের সমাধান চাইতে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর