গাজায় ইসরায়েলি সেনার হামলা, নিহত ৫৫ প্যালেস্টাইনি  

ব্যুরো নিউজ,৩০ অক্টোবর:প্যালেস্টাইনে ফের হামলা চালিয়েছে ইসরাইলের সেনা।এরকমই অভিযোগ উঠেছে ইসরাইল সেনার বিরুদ্ধে । মঙ্গলবার উত্তর গাজার বেট লাহিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘতে।হামলায়  অন্তত ৫৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন।তারা সকলেই প্যালেস্টাইনী। বহু মানুষ ধ্বংসস্তূপের তলায় আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।তবে  মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর ক্ষমা প্রার্থনাঃ রাজ্য সরকারের অচলাবস্থা এবং আয়ুষ্মান যোজনার বাস্তবতা

আলোচনা চালিয়ে যাওয়া জরুরি

উদ্ধারকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। ইসরাইলের সেনা কর্তৃপক্ষ এই হামলার বিষয়ে কোনো মন্ত্যব্য করেনি,তবে স্থানীয় জনগণ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা এই ঘটনার নিন্দা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার সময় প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন এবং হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

পাকিস্তানে শিশুদের জন্য পোলিও টিকাকরণ কর্মসূচির তৃতীয় দফা শুরু

এই ঘটনার পর আন্তর্জাতিক মহল আবারো ইসরাইলের সামরিক কার্যকলাপের উপর নজর রাখছে এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে। অনেকেই দাবি করছেন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা উচিত এবং শান্তি প্রতিষ্ঠায় উভয়পক্ষের মধ্যে আলোচনা চালিয়ে যাওয়া জরুরি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর