ব্যুরো নিউজ, ১০ মে: ১৩ এপ্রিল দুবাইয়ের উপকূলে ইজরায়েলের একটি কার্গো জাহাজকে আটক করে ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পস। সেই জাহাজেই ছিল ১৭ জন ভারতীয়। ফলে ওই ভারতীয় দেরও আটক করে ইরানের ইসলামিক রেভেলিউশনারি গার্ড কর্পস। এরপরই বিষয়টিতে পদক্ষেপ করে ভারতীয় দূতাবাস।
ভাইরাল ভিডিও নিয়ে বিস্ফোরক রেখা পাত্র। কাঠগড়ায় শাসকদল!
ভারতীয় নাবিকদের ফেরাতে ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়ানের সঙ্গে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। এর মধ্যে গত ১৮ এপ্রিল ওই ভারতীয় এক নাবিককে দেশে ফেরানো হয়। জানানো হয় যে, প্রয়োজনীয় নথিপত্র পূরণের পর বাকি নাবিকদেরও ভারতে ফেরান হবে। তবে তাঁরা সুরক্ষিত রয়েছেন।

এরপরই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ইরানে ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, বন্দি ৫ ভারতীয় নাবিককে মুক্তি দেওয়া হয়েছে এবং তাঁরা দেশে ফেরার উদ্দেশ্যে রওনাও দিয়েছে। গোটা বিষয়টিতে ইরানের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে ভারত।



















