নিলামে তুমুল চর্চা

ব্যুরো নিউজ, ২৪ নভেম্বর : আইপিএলের আসন্ন নিলাম ঘিরে উত্তেজনার পারদ চড়ছে। নিলামের প্রধান আকর্ষণ কে এল রাহুল, শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থ। তিনজনই নিজেদের দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রেখেছেন এবং এবার তাদের নিয়ে লড়াই হবে নিলামের টেবিলে।

জেড্ডায় আইপিএল মেগা নিলাম, রেকর্ড দামের লড়াইয়ে কারা?

প্রথম তালিকায় কারা কারা রয়েছেন

এই নিলামে মোট ১২ জন মার্কি ক্রিকেটারকে দুটি তালিকায় ভাগ করা হয়েছে। প্রথম তালিকায় রয়েছেন ঋষভ পন্থ, শ্রেয়স আইয়ার, জস বাটলার, অর্শদীপ সিংহ, কাগিসো রাবাডা এবং মিচেল স্টার্ক। দ্বিতীয় তালিকায় স্থান পেয়েছেন কে এল রাহুল, যুজবেন্দ্র চাহাল, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, মহম্মদ শামি এবং মহম্মদ সিরাজ।সব মিলিয়ে নিলামে উঠবেন ৫৭৭ জন ক্রিকেটার। এর মধ্যে ৩৬৭ জন ভারতীয় এবং ২১০ জন বিদেশি। ১০টি দল সর্বমোট ২০৪ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় নেওয়ার সংখ্যা সীমিত থাকবে ৭০ জনে।

আইপিএল ২০২৫ নিলামে নাম উঠতে চলেছে ১৩ বছরের বৈভব সূর্যবংশীরঃ ইতিহাস গড়লেন তরুণ এই ব্যাটার

নিলাম চলবে দুদিন ধরে। ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে কোন দল কাকে দলে নেয় এবং কোন তারকা কী মূল্যে বিক্রি হন সেই দিকে। এবারের নিলাম ঘিরে প্রত্যাশা ও উত্তেজনা এক কথায় তুঙ্গে।

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর