ব্যুরো নিউজ,৭ ফেব্রুয়ারি :আসন্ন আইপিএল নিয়ে কড়াকড়ি বাড়াল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। প্রতিযোগিতা শুরুর আগে ১০টি দলের জন্য ১৫টি নির্দেশিকা জারি করা হয়েছে। ক্রিকেটারদের এগুলি কঠোরভাবে মেনে চলতে হবে, না হলে শাস্তির মুখে পড়তে হবে।
আবার ভারতের জার্সিতে সুনীল ছেত্রী, কামব্যাক ম্যাচ মলদ্বীপের বিরুদ্ধে
নতুন নিয়ম ও কড়া বিধিনিষেধ
১) নেট অনুশীলন: প্রতিটি দল অনুশীলনের জন্য দুটি মূল নেট পাবে, সঙ্গে সাইড উইকেটে একটি অতিরিক্ত নেট থাকবে শুধুমাত্র বড় শটের অনুশীলনের জন্য।
২) নিরাপত্তা বিধি: কোনো অবস্থাতেই খোলা নেটে অনুশীলন করা যাবে না।
৩) নেট ব্যবহারের নিয়ম: যদি একটি দল আগে অনুশীলন শেষ করে, অন্য দল সেই ব্যবহৃত নেটে অনুশীলন করতে পারবে না।
৪) ম্যাচের দিনে অনুশীলন নিষিদ্ধ: ম্যাচের দিন কোনো দল মাঠে অনুশীলন করতে পারবে না।
৫) ফিটনেস পরীক্ষা: ম্যাচের দিন মাঝের উইকেটে ফিটনেস পরীক্ষা করা যাবে না।
- প্রবেশাধিকার: শুধুমাত্র বিসিসিআই-এর দেওয়া পরিচয়পত্র থাকা ব্যক্তিরাই সাজঘর ও মাঠে প্রবেশ করতে পারবেন।
৭) যাতায়াত ব্যবস্থা: প্রত্যেক ক্রিকেটারকে দলের বাসেই মাঠে যেতে হবে। দল চাইলে দুটি বাসের ব্যবস্থা করতে পারে।
৮) অনুমতি: অনুশীলন সংক্রান্ত অনুরোধ বা ফিটনেস পরীক্ষার জন্য মাঠে উপস্থিত ম্যানেজারের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।
৯) পরিচয়পত্র বাধ্যতামূলক: মাঠে প্রবেশের সময় বিসিসিআই-এর দেওয়া পরিচয়পত্র থাকা বাধ্যতামূলক।
হোলির পর শনিদেবের রাশি পরিবর্তন, তিন রাশির খুলতে চলেছে ভাগ্যের দরজা!
১০) এলইডি বোর্ডের সুরক্ষা: নেট প্র্যাকটিসের সময় ক্রিকেটারদের এলইডি বোর্ডে বল মারা থেকে বিরত থাকতে হবে।
১১) ম্যাচ চলাকালীন নিয়ম: কোনো খেলোয়াড় বা সাপোর্ট স্টাফ এলইডি বোর্ডের সামনে বসতে পারবেন না।
১২) কমলা ও বেগুনি টুপি: কমলা ও বেগুনি টুপির প্রাপকদের ম্যাচ চলাকালীন অন্তত প্রথম দুই ওভার টুপি পরতে হবে।
১৩) পুরস্কার বিতরণী অনুষ্ঠান: খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হাতকাটা জার্সি পরা যাবে না।
১৪) সাপোর্ট স্টাফের সংখ্যা: প্রতিটি দলে ১২ জনের বেশি সাপোর্ট স্টাফ থাকতে পারবেন না।
১৫) জার্সি নম্বর পরিবর্তন: কেউ যদি নিজের জার্সি নম্বর পরিবর্তন করতে চান, তাহলে ম্যাচের ২৪ ঘণ্টা আগে বোর্ডকে জানাতে হবে।
২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল
এই বছরের আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইতিমধ্যেই কলকাতা ও চেন্নাইয়ের মতো দলগুলো প্রস্তুতি শিবির শুরু করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে জাতীয় ও বিদেশি খেলোয়াড়রা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যোগ দেবেন।