ব্যুরো নিউজ, ২২ জুলাই: ভারতীয় মহিলা দলের উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ ও ক্যাপ্টেন হরমন প্রীতি কৌরের। অনবদ্য ব্যাটিংয়ে সহজ জয় পেল ভারতীয় মহিলা ক্রিকেট দল। সংযুক্ত আরব আমির শাহীকে ৭৮ রানে পরাস্ত করল রিচারা। প্রথমে ব্যাট করে পাঁচ উইকেটে ২০১ রান করেন।
সোনার বুট জয়ী দিমিত্রীয়স দিয়ামানতাকোস ইস্টবেঙ্গলে
এশিয়া কাপে র সেমি ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল?
এশিয়া কাপে ভারতের ব্যাটার হরমনপ্রীত ৪৭ বলে ৬৬ রানে ভিত গড়ে দেয় বড় রানের। এরপরই রানের গতি বাড়িয়ে রিচা ঘোষ ৭৫ রান করলে ভারতীয় মহিলা ক্রিকেট দল রীতিমতো স্বস্তির জায়গা পৌঁছে যায়। তারা ২০১ রানে শেষ করে কুড়ি ওভারের ইনিংস এরপর ব্যাট করতে নামে আমির শাহী। এরপরই দ্রুত উইকেট হারাতে থাকে তারা। দীপ্তি শর্মা ২৩ রানে ২ উইকেট তুলে নেন আমির শহীর। শেষ পর্যন্ত মাত্র ১৩২ রানে ইনিংস শেষ করে। আমির শাহীকে তাতেই হারাতে হয় ৭ উইকেট। ফলে সহজ জয় পায় রিচারা।
একী বললেন মমতা?সারে জাহা সে আচ্ছা.. ভিডিও পোষ্ট করে কটাক্ষ বিজেপির
এর ফলে চার পয়েন্টে সেমিফাইনালে যাওয়ার রাস্তা পাকা করে ফেলল ভারত। পরের ম্যাচ নেপালের বিরুদ্ধে। যে গতিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল খেলছে তাতে নেপাল কে হারানো সহজ হবে বলেই ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা। তবে শেষ পর্যন্ত কাপ ছুঁতে পারবে কিনা সেজন্য অন্তত আরো তিনটি ম্যাচ অপেক্ষা করতে হবে।