ব্যুরো নিউজ,২০ জানুয়ারি :বাংলাদেশে সংসার পাতার উদ্দেশ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ভারতীয় মহিলা ও তাঁর প্রেমিক। ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে, যখন কোচবিহারের করলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় তাদের ধরা হয়। বিজিবি (বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী) তাদের গ্রেফতার করে এবং তিনজনকেই আটক করে নিয়ে যায়। ধৃত মহিলার নাম রেশমা মণ্ডল (২৮), যিনি ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার বাসিন্দা। তার সঙ্গে গ্রেফতার হওয়া প্রেমিকের নাম সৌরভ কুমার সাঁপুই (১৮), যিনি দক্ষিণ ২৪ পরগনার উসতি থানা এলাকার বাসিন্দা। জানা গেছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রায় দুই বছর আগে তাদের পরিচয় হয় এবং এরপর তারা প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
ফারহা খানের সঙ্গে শাহরুখ খানের বন্ধুত্ব নিয়ে কি বললেন পরিচালক ফারহা? প্রত্যেক কাজের পর গাড়ি উপহার?
সীমান্তরক্ষী বাহিনী সতর্ক
রেশমা মণ্ডলের একটি সন্তানও রয়েছে। প্রেমের সম্পর্কের পর তারা সংসার পাতার সিদ্ধান্ত নেন, তবে নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশে চলে যাওয়ার পরিকল্পনা করেন।রবিবার বিকেলে তারা কোচবিহারের করলা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তবে সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের ধরা পড়ে এবং সঙ্গে সঙ্গে গ্রেফতার করেন। তাদের সঙ্গে গ্রেফতার করা হয় এক বাংলাদেশি যুবক, ইউসুফ আলি (২২)। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাসিন্দা। ইউসুফ আলি ভারতীয় যুবককে সীমান্ত পার করতে দালাল হিসেবে সাহায্য করছিলেন।
ভাঙড়ে পুলিশের উপর হামলার অভিযোগঃ তৃণমূল নেতার সামনেই ঘটে হামলা, ঘটনার তদন্ত চলছে
বিজিবি তাদের ফুলবাড়ি থানার হাতে তুলে দিয়েছে এবং বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে এবং ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এই ঘটনা দেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। ভারত-বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যা সীমান্তরক্ষী বাহিনীর সতর্কতা বাড়াতে উৎসাহিত করছে।