ব্যুরো নিউজ,২ ডিসেম্বর:মুম্বই থেকে ম্যানচেস্টারগামী গল্ফ এয়ারের বিমানবন্দরে ১৩ ঘণ্টা আটকে পড়েছিলেন ভারতীয় যাত্রীরা।কুয়েত বিমানবন্দরে কোনো খাবার বা সাহায্য ছাড়াই তারা সেখানে অপেক্ষা করেন।এর ফলে তারা বিক্ষোভে শামিল হন।এসময় যাত্রীরা বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে সাহায্য প্রার্থনা করেন এবং পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।ভিডিওতে দেখা গেছে, গল্ফ এয়ার কর্তৃপক্ষের সঙ্গে যাত্রীরা তর্ক করছেন।
দেবেন্দ্র ফড়ণবীস কি হতে চলেছেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী?
কি চলছে ?
একজন যাত্রী অভিযোগ করেছেন যে, কুয়েতে নামার আগে বিমানটি ‘ইউ টার্ন’ নিয়েছিল।বিমানটি যে নির্দিষ্ট পথের বাইরে যাচ্ছে, তা বিমান কর্তৃপক্ষ অবতরণের ২০ মিনিট পরে জানায়। এমনকি যাত্রীরা অভিযোগ রয়েছে, ওই বিমানের একটি ইঞ্জিনে আগুনও ধরে যায়। তিনি আরও বলেন, কেবল ইউরোপীয় ইউনিয়ন, ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যাত্রীদের জন্য ‘অ্যাকোমোডেশন’ দেওয়া হয়েছে, তবে ভারতীয় যাত্রীদের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি।
কংগ্রেস নেতা রশিদ আলভিঃ বাংলাদেশের চেয়ে ভারতের পরিস্থিতি আরও খারাপ
আরজু সিং নামে এক যাত্রী জানান, ‘১৩ ঘণ্টারও বেশি সময় হয়ে গেছে। আমরা প্রায় ৬০ জন যাত্রী, আমরা বারবার লাউঞ্জে প্রবেশের জন্য বলেছি, কিন্তু কোনো সাহায্য পাইনি। সকাল থেকে আমাদের বলা হচ্ছে যে আমরা ফেরত যাচ্ছি।’ এদিকে, কুয়েতে ভারতীয় দূতাবাস জানায় যে, গল্ফ এয়ারের পক্ষ থেকে ২ ডিসেম্বর সকাল ৩.৩০ টায় পরবর্তী ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। দূতাবাসের টিম বিমানবন্দরে উপস্থিত থেকে যাত্রীদের সাহায্য করছে এবং লাউঞ্জে খাবার ও জলের সরবরাহ করা হচ্ছে।