শুভজিৎ চক্রবর্তীর সুরের জাদুতে মুগ্ধ বিচারকরা

ব্যুরো নিউজ ১০ নভেম্বর : ইন্ডিয়ান আইডল সিজন ১৫-র অডিশন পর্বে শুভজিৎ চক্রবর্তী, যিনি খড়গপুরের এক সাধারণ পান বিক্রেতা, তার সুরের জাদু দিয়ে বিচারকদের মুগ্ধ করেছিলেন। তার সুরেলা কণ্ঠ এবং অসাধারণ পারফরম্যান্স বিচারকদের কাছে প্রশংসিত হওয়ার পাশাপাশি, শ্রেয়া ঘোষালের চোখে জল এনে দিয়েছিল। থিয়েটার গালা রাউন্ডেও শুভজিৎ নিজেকে আবার প্রমাণ করে, শ্রেয়া ঘোষালসহ সমস্ত বিচারকরা তাঁকে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

চাল নিয়ে ঝগড়া, মারধরে প্রাণ গেল রেশন ডিলারের! উত্তপ্ত গোয়ালপোখর

শুভজিৎ চক্রবর্তীর পরিচয়

শুভজিৎ চক্রবর্তীর গান জীবনের প্রতি তার ভালোবাসা এবং সঙ্গীতের প্রতি নিষ্ঠা পরিষ্কারভাবে প্রকাশ পেয়েছে। এদিন তিনি রাহাত ফতে আলি খানের জনপ্রিয় গান গেয়ে সবার মন জিতে নিয়েছেন। বাংলার ফোক গানের পাশাপাশি, তিনি যুবরাজ ছবির ‘সুরিলি আঁখিওয়ালে…’ গান দিয়ে তার পারফরম্যান্স শুরু করেন। এর পর, ‘আমায় ডুবাইলি রে’ গেয়ে শুভজিৎ এমন এক পরিবেশ তৈরি করেন, যা বিচারকদের ও দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। শ্রেয়া ঘোষাল তার চোখের জল আর অনুভূতির প্রকাশ ধরে রাখতে পারেননি।

ফিরছে শীতের আমেজ , কলকাতা ও দক্ষিণবঙ্গজুড়ে পারা পতন

শুভজিৎ চক্রবর্তী যিনি এক সময় তার বাবার হারমোনিয়াম বাজিয়ে গান শিখতেন। সঙ্গীতের প্রতি তার অদম্য ভালোবাসা আর স্বপ্ন তাকে আজ সেরা ১৫-এ জায়গা করে দিয়েছে।তিনি আরও একটি লক্ষ্য নিয়ে মঞ্চে উঠেছিলেন— তার বাবা পথপথে গান গেয়ে জীবিকা নির্বাহ করেন। তাকে একটি স্কুটার উপহার দেওয়া। এর আগেও তিনি ‘দগাবাজ’ গান গেয়ে প্রশংসা পেয়েছিলেন ।এবার তার পারফরম্যান্স আরো বেশি মুগ্ধতা সৃষ্টি করেছে। এখন দেখার বিষয় তিনি সেরা ১৫-এ থাকবেন এবং পুরো দেশবাসীর মন জয় করতে পারবেন কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর