সফটওয়্যার

ব্যুরো নিউজ, ২৪ অক্টোবর :ভারতের সফটওয়্যার রফতানি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমীক্ষা প্রকাশ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই)। ২০২৩-২৪ অর্থবর্ষের এই সমীক্ষায় তথ্য উপস্থাপন করা হয়েছে যা সফটওয়্যার পরিষেবার রফতানির পরিসর তুলে ধরছে। সমীক্ষার জন্য ৭,২২৬টি সফটওয়্যার রফতানি কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। যার মধ্যে ২,২৬৬টি কোম্পানি অংশগ্রহণ করেছে। এদের মাধ্যমেই ভারতের সফটওয়্যার পরিষেবা রফতানির ৮৯ শতাংশ হয়ে থাকে।

দক্ষিণ কোরিয়ায় তৈরি ভ্যাকসিন দিয়ে কলেরামুক্ত করার লক্ষ্যে রাজ্য স্বাস্থ্য দফতর

আরবিআইয়ের নতুন সমীক্ষা

আরবিআই জানায়, ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের সফটওয়্যার পরিষেবা রফতানি ২.৮ শতাংশ বেড়ে ১৯০.৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। উল্লেখযোগ্য বিষয় হল এই সময়ের মধ্যে মোট সফটওয়্যার পরিষেবা রফতানির দুই-তৃতীয়াংশই কম্পিউটার পরিষেবা ছিল। সরকারি সংস্থার তুলনায় বেসরকারি প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার পরিষেবা রফতানিতে বেশ এগিয়ে রয়েছে।

আনোয়ার আলির মামলার শুনানি চলা কালীন খেলার অনুমতি পেলেন তারকা ডিফেন্ডার ।

ভারত যেসব দেশে সফটওয়্যার পরিষেবা রফতানি করেছে সেই তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। ২০২৩-২৪ অর্থবর্ষে ভারতের মোট সফটওয়্যার রফতানির ৫৪ শতাংশ আমেরিকায় পাঠানো হয়েছে। ইউরোপের অংশ ৩১ শতাংশ, যেখানে ব্রিটেনে সফটওয়্যার পরিষেবার রফতানি সবচেয়ে বেশি।

ভারতের সফটওয়্যার রফতানি মার্কিন মুদ্রায় সবচেয়ে বেশি হয়েছে। মোট ৭২ শতাংশ ডলারে রফতানি করা হয়েছে। এছাড়া ইউরোতে রফতানির পরিমাণও উল্লেখযোগ্য। সফটওয়্যার পরিষেবা রফতানির মধ্যে অফ-সাইট পরিষেবার অংশ ৯০ শতাংশ। ১০ বছর আগে থেকে অফ-সাইট পরিষেবা রফতানি ৮০ শতাংশ বেড়েছে।

ঘূর্ণিঝড় ‘ডানা’র আতঙ্কে উড়ান পরিষেবা বন্ধ কলকাতা বিমানবন্দরে

সর্বমোট, ২০২৩-২৪ অর্থবর্ষে বিদেশি সহযোগীদের মাধ্যমে সরবরাহ করা পরিষেবা-সহ ভারতের মোট সফটওয়্যার পরিষেবা রফতানি ২০৫.২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যা আগের অর্থবর্ষে ছিল ২০০.৬ বিলিয়ন মার্কিন ডলার।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর