ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:ভারতের জলভাগে অবৈধভাবে প্রবেশ করা দুটি বাংলাদেশি ট্রলারকে আটক করেছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। অভিযোগ ওই ট্রলারগুলো ভারতীয় জলসীমায় এসে মাছ ধরছিল। ট্রলারগুলির নাম এফভি লায়লা ২ এবং এফভি মেঘনা ৫ এবং এই দুটি ট্রলারই বাংলাদেশের। ট্রলারে মোট ৭৮ জন মৎস্যজীবী ছিলেন।
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ পরিবর্তন, রাতের স্পেশাল মেট্রোর সারচার্জ বন্ধ
ভারতের জলসীমা রক্ষা
ভারতীয় উপকূলরক্ষী বাহিনী নিয়মিতভাবে দেশের জলসীমায় টহল দেয়। সম্প্রতি টহল দেওয়ার সময় এই দুটি ট্রলারের গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপর তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতের জলভাগে প্রবেশ করে মাছ ধরার অভিযোগ ওঠে। এই কারণে ট্রলার দুটি আটক করে পারাদ্বীপে নিয়ে যাওয়া হয়। সেখানে এগুলির বিরুদ্ধে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
২০ বছর ধরে জাল দুধ বিক্রি, ব্যবসায়ী ধৃত
এছাড়া ভারতীয় উপকূলরক্ষী বাহিনী দেশটির জলসীমার নিরাপত্তা নিয়ে অত্যন্ত সতর্ক। বিশেষ করে শেখ হাসিনা বাংলাদেশে দায়িত্ব গ্রহণের পর থেকেই ভারতের জলসীমায় আরও কঠোর নজরদারি করা হচ্ছে। শুধু জলে নয়, আকাশপথেও উপকূলরক্ষী বাহিনী সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখে।উল্লেখযোগ্য যে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এর আগেও বিভিন্ন সময়ে বিদেশি ট্রলার ও মৎস্যজীবীদের আটক করে ভারতের জলসীমা রক্ষা করেছে।