বুলেট ট্রেন

ব্যুরো নিউজ, ৬ নভেম্ববর :ভারতে বহু প্রতীক্ষিত বুলেট ট্রেন প্রকল্প নিয়ে আবারও বড়সড় বিপর্যয়ের খবর। গুজরাটের আহমেদাবাদ থেকে মহারাষ্ট্রের মুম্বই পর্যন্ত ছুটতে চলা ভারতের প্রথম বুলেট ট্রেনের জন্য নির্মীয়মাণ সেতুর একটি অংশ মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ আচমকা ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে গুজরাটের আনন্দ জেলার মাহি নদীর উপরে নির্মাণাধীন সেতুতে। সেতুটি ভেঙে পড়ার সময় সেটির নিচে বহু মানুষ আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে।

বিয়ের মরশুমে সোনার বাজারে অফার! হালকা ওজনের গহনাতেই বাজিমাত

নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ট্রাম্প বনাম কমলাঃএকে অপরকে হারাতে মরিয়া, সমীক্ষায় উত্তেজনা চরমে

ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের (NHSRCL) পক্ষ থেকে জানানো হয়েছে, ভেঙে পড়া কংক্রিটের ব্লকের তলায় তিনজন শ্রমিক আটকা পড়েছিলেন। তাদের মধ্যে দুই শ্রমিকের দুঃখজনকভাবে মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও এক শ্রমিককে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে ক্রেন এবং এক্সকেভেটরসহ আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। কিন্তু ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে রয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

রেশন কার্ডে বরাদ্দ চাল ও গমের পরিমাণে বদল কেন্দ্রীয় সরকারের

বুলেট ট্রেন প্রকল্পের কাজ নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এই প্রকল্পের মাধ্যমে ভারতের পরিবহন ব্যবস্থায় বিপ্লব আনার স্বপ্ন দেখছে সরকার, কিন্তু নির্মাণকাজ চলাকালীন এই ধরনের দুর্ঘটনা প্রকল্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখার জন্য একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর