ব্যুরো নিউজ,১৮ জানুয়ারি:ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। রোহিত শর্মাকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল শুক্রবারই, আর শনিবার একটি সাংবাদিক সম্মেলনে এই দল ঘোষণা করেন রোহিত ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর। এবারের দলটা একাধিক নতুন চমক নিয়ে এসেছে, তার মধ্যে সবচেয়ে বড় চমক হলো যশস্বী জয়সওয়াল। প্রথমবারের মতো তাকে ভারতের একদিনের দলে ডাক দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে তার অভিষেক হতে পারে এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাকে পরীক্ষা করা হতে পারে।
আরজি কর কাণ্ডে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, শিয়ালদহ আদালতে চাঞ্চল্যকর রায়
দলে কারা?
রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব পালন করবেন শুভমন গিল, যিনি দলের সহ-অধিনায়কও। তৃতীয় ওপেনার হিসেবে দলের মধ্যে জায়গা করে নিয়েছেন যশস্বী। ভারতের তিন নম্বরে ব্যাট করবেন বিরাট কোহলি, যিনি দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান। কোহলির পাশাপাশি, শ্রেয়স আয়ার এবং লোকেশ রাহুলের মতো অন্যান্য ব্যাটারও দলে রয়েছেন, যা দলের ব্যাটিং শক্তিকে আরও মজবুত করবে।উইকেটরক্ষক হিসেবে দলে রয়েছেন ঋষভ পন্থ, তবে রাহুলও দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে সুযোগ পেতে পারেন। অলরাউন্ডার পজিশনে হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দরকে রাখা হয়েছে। হার্দিক পাণ্ড্য দলের তৃতীয় পেসারের ভূমিকা পালন করতে পারবেন, এবং জাডেজা ও অক্ষর স্পিনারের দায়িত্ব নিতে পারেন। ওয়াশিংটন সুন্দরকে তার পারফরম্যান্সের ভিত্তিতে খেলার সুযোগ দেওয়া হতে পারে।
আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন, জেল থেকে বেরিয়ে চিৎকার অভিযোগ
বোলারদের মধ্যে কুলদীপ যাদব একমাত্র স্পিনার হিসেবে থাকবেন, এবং তিন পেসারকে দলে রাখা হয়েছে। জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ও আরশদীপ সিংহ এই তিন পেসার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের পেস আক্রমণের দায়িত্বে থাকবেন।১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই প্রতিযোগিতা, যেখানে ভারত গ্রুপ পর্বে বাংলাদেশ, পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ভারতের সব ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হবে, এবং সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচও দুবাইয়ে হবে যদি ভারত সেমিফাইনালে পৌঁছায়।
পশ্চিমবঙ্গে ছাত্রশূন্য স্কুলের সংখ্যা সবচেয়ে বেশিঃ কেন্দ্রীয় রিপোর্টে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, আরশদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর, যশস্বী জয়সওয়াল।