ব্যুরো নিউজ, ২৮ নভেম্বর : বঙ্গের হাতির সংখ্যা ক্রমাগত বাড়ছে। গত এক বছরে রাজ্যে দেড়শো নতুন হাতি যোগ হয়েছে, ফলে এখন রাজ্যে হাতির সংখ্যা দাঁড়িয়েছে ৮০০-তে। বুধবার বিধানসভায় রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা এই তথ্য প্রকাশ করেছেন। যদিও হাতির সংখ্যা বেড়েছে, কিন্তু তার হামলায় মৃত্যু ও গ্রামে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন মন্ত্রী।
বাঘ দেখার আনন্দ উপভোগ করতে চান? রইল ভারতের সেরা জঙ্গল সাফারি ডেস্টিনেশন
হাতির সংখ্যা বাড়লেও হামলায় মৃত্যু কমেছে

বিরবাহা হাঁসদা জানান, ২০২০-২১ সালের তুলনায় হাতির সংখ্যা তিন গুণ বেড়েছে, তবে এর ফলে প্রাণহানির ঘটনা অনেকটাই কমেছে। বনমন্ত্রী জানান, ‘‘২০২০-২১ সালে রাজ্যে প্রায় ২৫০ থেকে ২৮০টি হাতি ছিল, কিন্তু এখন তা বেড়ে ৮০০টি হয়ে গেছে।’’হাতির হামলায় মৃত্যুর সংখ্যা বেড়েছে, তবে তা কমে এসেছে। ‘‘গত বছর যেখানে হাতির হামলায় ১০৩ জনের মৃত্যু হয়েছিল, সেখানে এই বছর নভেম্বর পর্যন্ত তা কমে ৫৩ জনে দাঁড়িয়েছে’’—এমনটাই জানান বনমন্ত্রী। এর পেছনে বনকর্মীদের ২৪ ঘণ্টা নজরদারি এবং সচেতনতামূলক প্রচারের ভূমিকা রয়েছে, যা মৃত্যুর সংখ্যা কমাতে সহায়ক হয়েছে।রাজ্যে হাতির সংখ্যা বাড়লেও তার প্রভাব পড়ে গ্রামাঞ্চলে। বিশেষত, জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হাতি ঢুকে পড়ছে, যার ফলে কিছুটা সমস্যা তৈরি হচ্ছে। কিন্তু বনকর্মীরা প্রতিনিয়ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছেন বলে বনমন্ত্রী জানান।
রেড রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল প্রাইভেট গাড়ি
এদিন, মন্ত্রী জানান যে, শুধু হাতির সংখ্যা নয়, গন্ডারের সংখ্যাও বেড়েছে রাজ্যে। তবে হাতির হামলায় সবচেয়ে বেশি মৃত্যু ঘটছে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। জলপাইগুড়িতে যেখানে গত বছর ২৮ জন মারা গিয়েছিলেন, সেখানে এই বছর মৃতের সংখ্যা কমে ১৩ হয়েছে। আলিপুরদুয়ারেও গত বছর ২৪ জন মারা গিয়েছিলেন, এবছর তা কমে ১৮ জনে দাঁড়িয়েছে।