নিউ মার্কেটে বেআইনি হকারদের দাপট

ব্যুরো নিউজ,৪ ফেব্রুয়ারি:কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে, কলকাতা পুরসভার সদর দফতরের চারপাশে ১০০ মিটার এলাকা হকারমুক্ত রাখার কথা। সেই অনুযায়ী, গত বছর টাউন ভেন্ডিং কমিটি (টিভিসি) উদ্যোগ নিয়েছিল বেআইনি হকার সরানোর। কিন্তু কয়েক মাস না পেরোতেই নিউ মার্কেটের বিভিন্ন রাস্তায় ফের হকারদের দখলদারি শুরু হয়েছে

বর্ধমান মেডিক্যালে ইঞ্জেকশন নিয়ে চাঞ্চল্য, একাধিক প্রসূতির অসুস্থতা ঘিরে উদ্বেগ

হকার সংগ্রাম কমিটির ক্ষোভ

সোমবার নিউ মার্কেটে সাংবাদিক সম্মেলনে হকার সংগ্রাম কমিটি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে। সংগঠনের সম্পাদক শক্তিমান ঘোষ বলেন, “নিউ মার্কেটের বারট্রাম স্ট্রিটে আবার হকাররা বসতে শুরু করেছেন। আমরা বারবার থানায় অভিযোগ জানিয়েছি, কিন্তু পুলিশ কার্যত নিষ্ক্রিয়। পুলিশ আসার আগে হকাররা সরে যায়, আর পুলিশ চলে গেলেই আবার বসে পড়ে।”যুগ্ম সম্পাদক দেবাশিস দাস জানান, “দু’মাস আগে মেয়র ফিরহাদ হাকিম নিউ মার্কেট থানাকে তিন দিনের মধ্যে রাস্তা ফাঁকা করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বাস্তবে কোনও পরিবর্তন হয়নি।”

মেয়রের প্রতিক্রিয়া

মেয়র ফিরহাদ হাকিম স্বীকার করেছেন যে হকার সমস্যা নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তিনি বলেন, “পুলিশকে বারবার বলেও কাজ হচ্ছে না। আমি নগরপালকে চিঠি দিয়েছিলাম, আবার বিষয়টি তাঁকে জানাব।”

২০২৫ সালে প্রথম চন্দ্রগ্রহণ! এই রাশির জন্য বিপজ্জনক হতে পারে তাই সাবধান

পুলিশের অবস্থান

হকার সংগ্রাম কমিটি কলকাতা পুলিশের ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে চিঠি দিয়েছে। এ নিয়ে জানতে চাইলে ডিসি জানান, “চিঠি পেয়েছি, আমরা পুরো বিষয়টি তদন্ত করছি।”এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, হকারমুক্ত কলকাতার স্বপ্ন কি বাস্তবে পরিণত হবে, নাকি প্রশাসনের নিষ্ক্রিয়তায় সমস্যা আরও বাড়বে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর