ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:কলকাতা শহরে বেআইনি কল সেন্টার খুলে প্রতারণার অভিযোগ ক্রমশই বাড়ছে। লালবাজার সম্প্রতি থানাগুলিকে নির্দেশ দিয়েছিল শহরের আনাচে-কানাচে চালু থাকা বেআইনি কল সেন্টারগুলির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে। তবে মাঝেমধ্যেই অভিযানে কিছু সেন্টার বন্ধ করা হলেও নতুনভাবে সেগুলি ফের চালু হচ্ছে বলে অভিযোগ।সোমবার বালিগঞ্জ থানা এলাকার মুলেন স্ট্রিটে এমনই একটি অবৈধ কল সেন্টারে হানা দিয়ে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একাধিক ল্যাপটপ, মোবাইল, কম্পিউটারসহ নানা সামগ্রী।
মুখ্যমন্ত্রীর নির্দেশে হাওড়ার ড্রেনেজ ক্যানাল রোডের নাম পাল্টে শৈলেন মান্না সরণি
কীভাবে চলছিল প্রতারণা?
পুলিশ জানিয়েছে মুলেন স্ট্রিটের একটি বাড়ির একতলায় এই কল সেন্টারটি চালানো হচ্ছিল। অভিযুক্তরা অ্যান্টি-ভাইরাস প্রদানকারী একটি সংস্থার নাম ব্যবহার করে ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকদের ফোন করত। পরে প্রযুক্তিগত সহায়তার নাম করে তাদের কম্পিউটার বা ল্যাপটপে প্রবেশ করে প্রতারণা করত।
প্রিয়দর্শনের পরিচালনায় আসছে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’
কয়েক সপ্তাহ আগে লালবাজারের কাছে এ ধরনের প্রতারণার একাধিক অভিযোগ জমা পড়ে। তদন্তে নেমে পুলিশ এই কল সেন্টারের সন্ধান পায় এবং অভিযানের মাধ্যমে তা বন্ধ করে দেয়। প্রাথমিক তদন্তে এই প্রতারণার পেছনে বড় কোনও চক্র বা মাথা রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।লালবাজারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে বেআইনি কার্যকলাপ বন্ধে নিয়মিত তল্লাশি চালানো হবে। কিন্তু প্রতারণার এমন নতুন নতুন উপায় সামনে আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।