সঙ্গমের জন্য আদর্শ সময় কখন জানেন?

ব্যুরো নিউজ,৩০ ডিসেম্বর:দাম্পত্য জীবনে যৌনতা এক গুরুত্বপূর্ণ ও তৃপ্তির মাত্রা। তবে প্রত্যেক দম্পতির শরীরিক সম্পর্কের ধরন, সময় এবং পছন্দ আলাদা হয়ে থাকে। শারীরিক সম্পর্কের সঠিক সময় নিয়ে নানা মত রয়েছে, কিন্তু বিশেষজ্ঞদের মতে, আদর্শ সময় বলে কিছু নেই। যখন আবেগ এবং ‘মুড’ দুই পক্ষের কাছ থেকে আসে, তখনই সঙ্গমের জন্য উপযুক্ত সময় হয়।

টোকিয়ো যৌন পর্যটনের কেন্দ্র! ‘যৌন পর্যটন’ বা ‘সেক্স ট্যুরিজম’ কি?

কোন সময় ভালো?

বিশেষজ্ঞরা বলেন, যৌনতার জন্য উপযুক্ত সময় নির্ভর করে দুজনের মানসিক অবস্থার উপর। কাজের চাপে বা অন্যান্য টেনশনে, অনেকেই শরীরিক সম্পর্কের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। তবে যখন দু’জনের মধ্যে আকর্ষণ ও প্রস্তুতি থাকে, তখন শরীরী সম্পর্ক প্রকৃত আনন্দ দেয়।তবে দিনের কিছু সময় রয়েছে, যেগুলো শারীরিক সম্পর্কের জন্য বিশেষভাবে উপযুক্ত। যেমন, বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত সময়টা হরমোন বিশেষজ্ঞদের মতে বেশ ভালো। কারণ, দিনের প্রথম কাজের চাপ কেটে যাওয়ার পর এই সময় নারীর ও পুরুষের মন অনেকটাই ফুরফুরে থাকে। পুরুষদের ক্ষেত্রে ভোর থেকে সকাল পর্যন্ত সময়টা বেশ উপযোগী, কারণ এই সময় পুরুষদের টেস্টোস্টেরন-লেভেল থাকে সর্বোচ্চ।

জানেন কি রাশি অনুযায়ী যৌনতা সম্পর্কে পছন্দ-অপছন্দের পার্থক্যও রয়েছে? আপনার রাশি অনুযায়ী জানুন আপনার যৌন জীবন সম্পর্কে

মেয়েদের পক্ষে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টি ভালো। এই সময়ে নারীদের শরীরে ইস্ট্রোজেন-লেভেল উপযুক্ত থাকে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, যৌনতা শুধু শারীরিক মিলনের মধ্যেই সীমাবদ্ধ নয়; ফোর-প্লে বা সম্মতিতে স্বমেহনও গুরুত্বপূর্ণ হতে পারে।অতএব, সঙ্গমের জন্য সঠিক সময় বলতে কিছু নেই, বরং তা নির্ভর করে দু’জনের মানসিক ও শারীরিক প্রস্তুতির উপর। যখন দু’জনই একে অপরের প্রতি আকর্ষণ অনুভব করেন তখনই সঙ্গমের আদর্শ সময়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর