pakistan rohit update photo

ব্যুরো নিউজ,২১ আগস্ট:পাকিস্তানে খেলতে যাবে না ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারত এই ক্রিকেট ম্যাচে পাকিস্তানের যাওয়ার ব্যাপারে তাদের নেতিবাচক মনোভাব জানিয়ে দিয়েছে। ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানে ওই ম্যাচ না করে অন্য কোন দেশে হলে তাতে খেলতে রাজি। সে ব্যাপারে দুটি দেশ তাদের পছন্দ শ্রীলংকা ও দুবাই । রোহিত শর্মা সহ ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়েরা জানিয়ে দিয়েছে যে নিরাপত্তার ব্যাপারে তারা উদ্বিগ্ন।

RG Kar case:নড়ে যাবে মমতার গদি!আরজি কর ইস‍্যুতে টানা আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি

আইপিএলে মুনাফা ১০০% এর বেশি

RG Kar case:সুপ্রিম নির্দেশ এবং রাজ‍্যপালের সঙ্গে কথা, কি জানাচ্ছেন নির্যাতিতার বাবা-মা

অপরদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্টের জন্য বিশেষ ব্যবস্থা করেছিল। ভারতীয় বোর্ডকেও তারা জানিয়ে দিয়েছিলেন যে ভারতের সমস্ত ক্রিকেট ম্যাচ একটিমাত্র শহরেই রাখা হবে এবং তা লাহোরেই করা হবে। লাহোর তুলনামূলকভাবে অনেক নিরাপদ। তবে ভারতীয় বোর্ড পাকিস্তানের এই প্রস্তাবে রাজি হয়নি। আইসিসিকে তাদের মতামত জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড। পাকিস্তানের পক্ষ থেকে এ ব্যাপারে এখনো কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।

RG Kar case: “পুলিশের ইতিহাসে কলঙ্ক”মনে করেন প্রাক্তন পুলিশকর্তারা,বুধ সকালেই আরজি করে CISF DIG

শেষবার ভারত পাকিস্তান দ্বীপাক্ষিক সিরিজ হয়েছিল ২০১২ সালে। ২০১৩ সালের শুরুতে পাকিস্তান, ভারত সফরে এসেছিল আইসিসি টুর্নামেন্টে অথবা এশিয়া কাপে। এছাড়া ২০১৬ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ খেলতে পাকিস্তান ভারত সফরে আসে। কিন্তু সেগুলোর কোনোটিই দ্বিপাক্ষিক সফর ছিল না। বিগত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ হয়েছিল নিউ ইয়র্কে । আইপিএলে পাকিস্তানের খেলোয়াড়রা অবশ্য সেভাবে যোগ দেয়নি। তবে আইপিএল থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড যথেষ্ট মুনাফা করেছিল। ২০২২ সালে যেখানে মুনাফার পরিমান ছিল ২৩৬৭ কোটি টাকা তা ২০২৩ সালে হয়েছে ৫১২০ কোটি টাকা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর