ব্যুরো নিউজ ১৬ অক্টোবর : হুন্ডাই মোটোর্স সংস্থা শেয়ার বাজার থেকে ২৭,৮৭০.১৬ কোটি টাকা তুলতে আইপিও নিয়ে এসেছে। গতকাল থেকেই হুন্ডাইয়ের আইপিওতে আবেদন শুরু হয়েছে, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। আইপিও ইস্যুর সময় শেয়ার প্রতি প্রাইস ব্যান্ড রাখা হয়েছে ১৮৬৫ থেকে ১৯৬০ টাকা।
বঙ্গোপসাগরে নিম্নচাপ বৃষ্টির পূর্বাভাস, অন্ধ্রপ্রদেশে অতিভারী বর্ষণ
আইপিওতে অংশগ্রহণ কিভাবে করবেন
ব্যুরো নিউজ ১৬ অক্টোবর : প্রথম দিনে গ্রে মার্কেটে হুন্ডাইয়ের আইপিওর দাম কিছুটা বেড়ে গেছে। রিপোর্ট অনুযায়ী, গতকাল গ্রে মার্কেটে হুন্ডাইয়ের শেয়ারের দাম ছিল ৬৫ টাকা প্রিমিয়াম। অর্থাৎ, বাজারে প্রথম দিন হুন্ডাইয়ের প্রতি শেয়ার বিকোতে পারে ২০২৫ টাকায়।হুন্ডাইয়ের আইপিওতে বিনিয়োগ করার জন্য ন্যূনতম একটি ‘লট’-এ ৭টি শেয়ার কিনতে হবে। বিনিয়োগকারীদের এক বা একাধিক লটের জন্য আবেদন করার সুযোগ রয়েছে, যার ফলে তারা সহজেই এই আইপিওতে অংশগ্রহণ করতে পারেন।
রেড রোডের কার্নিভালে আটক তপোব্রত রায়ঃ আন্দোলনের নতুন মাত্রা
হুন্ডাইয়ের আইপিও বিনিয়োগকারীদের জন্য নতুন সম্ভাবনা খুলে দিয়েছে এবং বাজারে উত্তেজনা তৈরি করেছে। আশা করা হচ্ছে, এই আইপিও সফল হলে হুন্ডাইয়ের শেয়ার মূল্য আরো বাড়বে।