উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পড়ুয়ারা কি সময়মতো বই পাবে?

ব্যুরো নিউজ,৮ মার্চ:উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পাঠ্যবই অনেক আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে জমা দিয়েছেন প্রকাশকরা। কিন্তু অভিযোগ উঠেছে, বইগুলোর রিভিউর কাজ এখনো শেষ হয়নি। কারণ, পরীক্ষার নজরদারির কাজে ব্যস্ত থাকায় রিভিউ কমিটির সদস্যরা বই পর্যালোচনার সময় পাচ্ছেন না। ফলে প্রশ্ন উঠছে, তৃতীয় সিমেস্টারের পড়ুয়ারা কি সময়মতো বই পাবে?

জাল ওষুধের রমরমাঃ সতর্কতা বাড়াচ্ছে প্রশাসন ও ব্যবসায়ীরা

🔹 কেন দেরি হচ্ছে রিভিউর কাজে?

শিক্ষা সংসদের নিয়ম অনুযায়ী, বেসরকারি প্রকাশকদের পাঠ্যবই একাধিকবার রিভিউ করা হয়।

  • প্রথমে একজন রিভিউয়ার বই পড়ে সংশোধনের সুপারিশ করেন।
  • সংশোধনের পর আবার সংসদে জমা দিতে হয় এবং পুনরায় রিভিউ হয়।
  • সব ঠিক থাকলে বইকে টেক্সট বুক নম্বর (টিবি নম্বর) দেওয়া হয়।

কিন্তু বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে রিভিউ কমিটির সদস্যরা ব্যস্ত, ফলে পর্যালোচনার কাজ স্থগিত রয়েছে।

🔹 শিক্ষকদের অভাব, কাজের চাপ

এক শিক্ষা সংসদ কর্তার মতে, উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকের সংখ্যা কমছে।

  • নতুন নিয়োগ নেই, অথচ প্রচুর শিক্ষক অবসর নিচ্ছেন।
  • শিক্ষকদের একইসঙ্গে পরীক্ষা পরিচালনা ও পাঠ্যক্রম রিভিউয়ের কাজ করতে হচ্ছে, যা কঠিন হয়ে উঠছে।

🔹 অভিভাবকদের দুশ্চিন্তা

২০২৪ সাল থেকে উচ্চ মাধ্যমিকে সিমেস্টার পদ্ধতি চালু হয়েছে, এবং তৃতীয় সিমেস্টারের পরীক্ষার প্রশ্ন হবে এমসিকিউ ভিত্তিক। এজন্য নতুন পাঠ্যবই দরকার, কিন্তু তা সময়মতো বাজারে আসবে কি না, তা নিয়ে চিন্তিত অভিভাবকরা।

রমজান ও দোলযাত্রা একসঙ্গেঃ শহরের শান্তি বজায় রাখতে কড়া নজরদারি পুলিশের

একজন অভিভাবকের প্রশ্ন, ‘‘দ্বিতীয় সিমেস্টারের পরীক্ষা শেষ হলেই তৃতীয় সিমেস্টার শুরু হবে। তখন যদি বই না পাওয়া যায়, তাহলে ছাত্রছাত্রীরা কীভাবে প্রস্তুতি নেবে?’’

🔹 শিক্ষা সংসদের আশ্বাস

শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য আশ্বস্ত করেছেন,

  • ‘‘পড়ুয়াদের দুশ্চিন্তার কারণ নেই। সময় মতো তৃতীয় সিমেস্টারের সব বই বাজারে আসবে।
  • কিছু বই ইতিমধ্যেই টেক্সট বুক নম্বর পেয়ে গিয়েছে।’’

তবে বাস্তবে পর্যালোচনার কাজ শুরু হতে আরও সময় লাগবে। ফলে ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছাতে দেরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর