ব্যুরো নিউজ ১৬ নভেম্বর :হাওড়া স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মেও চলছিল বেআইনি সোনা পাচারের চেষ। শুক্রবার সকালে হাওড়া-গয়া এক্সপ্রেস থেকে নামার পরই ধরা পড়লেন বিহারের ভাগলপুরের বাসিন্দা হরিশ কুমার বর্মা। আরপিএফ সূত্রে খবর, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে উদ্ধার হয় ৭৭০ গ্রাম সোনার গয়না কিছু রুপোর সামগ্রী এবং নগদ ৪০ হাজার টাকা।
“মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোর তার পরিবার চোর” বিস্ফোরক শুভেন্দু
কোথা থেকে এল এত সোনা
ধৃত ব্যক্তি সোনা ও টাকার কোনও বৈধ নথি দেখাতে পারেননি। এরপর আরপিএফ বাজেয়াপ্ত করে সমস্ত জিনিসপত্র। পরে শুল্ক দফতরকে খবর দিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় সোনা আর নগদ টাকা।
ডেঙ্গু-টাইফয়েডে আক্রান্ত ‘আনন্দী’ ধারাবাহিকের অভিনেত্রী অন্বেষা হাজরা
পুলিশ তদন্ত করছে এত সোনা কোথা থেকে এল কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল। এই কারবারে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।