ব্যুরো নিউজ,১১ ডিসেম্বর:হাওড়া শহরের ঐতিহাসিক ড্রেনেজ ক্যানাল রোডের নাম পরিবর্তন করে প্রয়াত কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডুমুরজলা হেলিপ্যাড সংলগ্ন এই রাস্তাটির নাম পরিবর্তনের পাশাপাশি রাস্তার সৌন্দর্যায়ন ও সংস্কারেরও নির্দেশ দেন তিনি।ডুমুরজলা হেলিপ্যাড থেকে পূর্ব মেদিনীপুরে রওনা হওয়ার আগে জেলাশাসক পি দীপা প্রিয়াকে মুখ্যমন্ত্রী বলেন, “হাওড়ার সন্তান শৈলেন মান্নার নামে কোনও রাস্তা নেই। তাই এই রাস্তাটি তার নামে নামাঙ্কিত হবে।” আগামী বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী এই নামফলক উন্মোচন করবেন বলে জানা গিয়েছে।
ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক, সতর্ক বন দফতর
নাম পরিবর্তনের পিছনের কারণ
এর আগে ২০১৭ সালে তৃণমূলের পুরবোর্ড এই রাস্তাটির নামকরণ করেছিল প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ও কলকাতার প্রাক্তন শেরিফ ভোলানাথ চক্রবর্তীর নামে। সে সময় হাওড়ার মেয়র ছিলেন তার ছেলে রথীন চক্রবর্তী। বর্তমানে রথীন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাবিত কিনা তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। রথীন চক্রবর্তী এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছেন, “শৈলেন মান্নার নামে স্টেডিয়াম রয়েছে। ভোলানাথ চক্রবর্তীর নামে এই একটি রাস্তা ছিল। নাম পরিবর্তন কি খুব জরুরি ছিল?”
প্রিয়দর্শনের পরিচালনায় আসছে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’
কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন ড্রেনেজ ক্যানাল রোড হাওড়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তার দু’পাশে সৌন্দর্যায়ন, স্বনির্ভর গোষ্ঠীর দোকান স্থাপন এবং রাস্তার মেরামত করা হবে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এর দায়িত্ব দেওয়া হয়েছে।পুরসভার চেয়ারপার্সন সুজয় চক্রবর্তী জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করার জন্য জেলাশাসক ও নগরপাল দ্রুত কাজ শুরু করেছেন।