হাওড়া ব্রিজ বন্ধ

ব্যুরো নিউজ ১৬ নভেম্বর :আজ শনিবার রাতে হাওড়া ব্রিজ দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন? তবে ভুলেও এই পথে রওনা হবেন না। কারণ এটি আপনার সময় নষ্ট করতে পারে। হাওড়া ব্রিজ শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে।

জাঁকিয়ে শীতের অপেক্ষায়! কলকাতায় তাপমাত্রা নামবে আরও

কেন বন্ধ থাকবে হাওড়া ব্রিজ?

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের অধীনে থাকা হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ব্রিজের স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই পরীক্ষা অত্যন্ত জরুরি। এই পাঁচ ঘণ্টার সময়সীমায় কোনও যানবাহন হাওড়া ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবে না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের ইঞ্জিনিয়াররা এই স্বাস্থ্য পরীক্ষার দায়িত্বে থাকবেন। হাওড়া সিটি পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই সময় যাত্রী এবং গাড়িচালকদের বিকল্প রুট ব্যবহার করতে হবে।

হাওড়া স্টেশনে বেআইনি সোনার কারবার! ধৃত ব্যক্তি পুলিশের জালে

হাওড়া থেকে কলকাতা: সমস্ত যানবাহন ফরশোর রোড হয়ে বিদ্যাসাগর সেতুর মাধ্যমে কলকাতায় প্রবেশ করবে।

দক্ষিণ ও পশ্চিম হাওড়া থেকে উত্তর কলকাতা: এই যানবাহনগুলো নিবেদিতা সেতু বা বালি ব্রিজ হয়ে গোলাবাড়ি এলাকা দিয়ে যাবে।

“মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চোর তার পরিবার চোর” বিস্ফোরক শুভেন্দু

কলকাতা থেকে হাওড়া: উল্টো পথে গাড়িগুলিও এই বিকল্প রুট ব্যবহার করবে।হাওড়া ব্রিজের কাছে গিয়ে সময় নষ্ট করার চেয়ে আগেই পরিকল্পনা করে রওনা দেওয়া বুদ্ধিমানের কাজ। যদি কেউ নিয়মের কথা না জেনে হাওড়া ব্রিজে পৌঁছে যান, তবে দুটি অপশন থাকবে—ভোর সাড়ে চারটা পর্যন্ত অপেক্ষা করা বা গাড়ি ঘুরিয়ে বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর