ব্যুরো নিউজ,১ ডিসেম্বর:আমরা বাঙালি।বাঙালি মানেই মাছ-ভাত প্রিয় খাবার।কিন্তু মাছ খাওয়ার সময় মাছের কাঁটা গলায় আটকে যাওয়া খুবই পরিচিত একটি সমস্যা। এটি একটি অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি, এবং বেশিরভাগ বাঙালিরই কখনো না কখনো এই অভিজ্ঞতা হয়ে থাকে।তবে চিন্তার কিছু নেই, এই কাঁটা সহজেই নামানো যায়।
কিভাবে?
আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়াতে চান? জেনে নিন কিছু সহজ উপায়
কিছু মানুষ কাঁটা নামানোর জন্য জোরে কাশেন।এই পদ্ধতি কিন্তু মাঝে মাঝে সফল হয়।যদি কাঁটা বেরিয়ে না আসে, তবে কিছু প্রাকৃতিক উপায় চেষ্টা করা যেতে পারে। শুকনো ভাতের মণ্ড বানিয়ে গিলে ফেললে কাঁটা নেমে যেতে পারে।এছাড়াও পাকা কলা খেলে তার সঙ্গে কাঁটা নামার সম্ভাবনা থাকে। এটি একটি সহজ এবং কার্যকর পদ্ধতি। রুটির মণ্ড বানিয়ে গিলে খেলেও কাঁটা নামানো সম্ভব।
আপনার বাচ্চার পড়াশোনায় মনোযোগ বাড়াতে চান? জেনে নিন কিছু সহজ উপায়
অনেকে আবার গলায় ভিনেগার ঢালেন কারণ ভিনেগারের অ্যাসিটিক অ্যাসিড কাঁটা গলিয়ে দিতে পারে। তবে, যদি এত কিছু করেও এতেও কাঁটা না নামাতে পারেন, তবে অবহেলা করবেন না। দেরি না করে চিকিৎসকের কাছে যান। চিকিৎসকরা চিমটের সাহায্যে খুব সহজেই কাঁটা বের করে দিতে পারবেন।