পুস্পিতা বড়াল, ২০ মার্চ: দোলযাত্রার আর মাত্র কয়েকটা দিন বাকি। গোটা বাংলা দোলযাত্রায় মেতে উঠবে 25 মার্চ। অবাঙালিরা হোলি পালন করবেন ওই দিনই। কিন্তু রঙের উৎসবে ব্যাঙ্ক কী খোলা থাকবে? পরিষেবা মিলবে কতক্ষণের জন্য? আসুন তবে জেনে নেওয়া যাক বিস্তারিত
দোলের দিন পরিষেবা মিলবে কতক্ষণের জন্য?
বিয়েতে আপত্তির কারণ নিয়ে এবার নিজেই মুখ খুললেন সুস্মিতা সেন! কী বলছেন তিনি?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI প্রতি মাসের একেবারে শুরুতেই রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করে। সেখানেই ব্যাঙ্ক বন্ধ থাকছে কোন কোন উৎসবে, তা পরিষ্কার হয়ে যায় গ্রাহকদের কাছে। এছাড়াও ব্যাঙ্ক কর্মীরা রবিবার ও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছুটি পান।
দোলের দিন মেট্রোর সময় সূচিতে বড় পরিবর্তন
RBI এর দেওয়া নির্দেশিকা অনুযায়ী, সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক 25 তারিখ দোল ও হোলি উপলক্ষে বন্ধ থাকবে। তবে তার মানে এমনটা নয় যে ওই দিন সারা দেশের গ্রাহকরা পরিষেবা পাবেন না। সোমবার মূলত ব্যাঙ্ক খোলা থাকবে না উত্তর ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। তবে ব্যাঙ্কিং পরিষেবায় কোনও প্রভাব পড়বে না দক্ষিণ ভারত ও বেশ কয়েকটি কেন্দ্রশাসিত এলাকায়।