ব্যুরো নিউজ, ১১ ফেব্রুয়ারি: শনিবার সকালেই হঠাৎ করে অসুস্থ হয়ে পরেন মিঠুন চক্রবর্তী। সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতায় বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসায় বসে তিন জনের একটি মেডিকাল বোর্ড। জানা যায়, Ischemic Cerebrovascular Accident-এ আক্রান্ত মিঠুন চক্রবর্তী। তবে সকলের মনে একটাই প্রশ্ন কেমন আছেন MG (মহাগুরু)?
চিকিৎসায় সাড়া দিচ্ছেন মহাগুরু
২৪ টা ঘণ্টা কেটে গিয়েছে। বাড়ছে উদ্বেগ, দুশ্চিন্তাও। তবে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আগের থেকে এখন কিছুটা ভাল আছেন মিঠুন চক্রবর্তী। রাতে ঘুম হয়েছে তাঁর। সকালে উঠে ব্রেকফাস্টও করেছেন।
তবে মিঠুন চক্রবর্তীর ইসকিমিক স্ট্রোক হয়েছে বলে জানা গিয়েছে। একটা ব্লকেজ রয়েছে বলেও মনে করছেন চিকিৎসকরা। তবে চিকিৎসকরা জানিয়েছেন চিন্তার কোনও কারণ নেই। আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।
তিন চিকিৎসকের মেডিকেল বোর্ড আজও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করবেন। এদিন আরও একবার তাঁর এম আর আই, সিটি স্ক্যান-সহ রক্তের বিভিন্ন প্রয়োজনীয় পরীক্ষা করা হবে। আরও কিছুটা পর্যবেক্ষণে রাখা হবে। জানা গিয়েছে, তাকে স্ট্রেস মুক্ত ও বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।