হিন্দু ঐক্যের ডাক

ব্যুরো নিউজ,৬ ডিসেম্বর:বাংলাদেশে হিন্দু নিপীড়নের প্রতিবাদ ও সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতার রানি রাসমণি রোডে বৃহস্পতিবার এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ সভায় বলেন “হিন্দুদের একত্রিত করার জন্য যদি আমাকে সাম্প্রদায়িক বলা হয়, আমি হাজারবার সাম্প্রদায়িক হতে রাজি।”

বিরূপাক্ষ বিশ্বাসের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারঃ আইএমএর কেন্দ্রীয় সিদ্ধান্ত

চিন্ময়কৃষ্ণ দাসের অবদান


সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান “চিন্ময়কৃষ্ণ দাস প্রভূ বাংলার মাটিতে জাতপাত ভুলিয়ে সকল মঠ-মন্দিরকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন। তার প্রতি আমাদের সম্মান। যতদিন তার মুক্তি না হয় আমরা আন্দোলন চালিয়ে যাব।” সভায় উপস্থিত কার্তিক মহারাজ বলেন “শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আমরা সাম্প্রদায়িক বলেছি। তবে সাম্প্রদায়িকতা বলতে যদি হিন্দু ঐক্যের কথা বোঝায় তাহলে আমি এই তকমা মাথা পেতে নেব।” চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি ছাড়াও সভায় বাংলাদেশের হিন্দু নিপীড়নের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। কার্তিক মহারাজ বলেন “বাংলাদেশ যদি আমাদের হুমকি দেয়, আমরা যদি আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিই, তাহলে তারা দুরবস্থায় পড়বে।”

পার্থ চট্টোপাধ্যায়ের আদালতে আবেদনঃ “আমাকে জামিন দিন, আমি নির্দোষ”

সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও অংশ নেন। তিনি বলেন, “চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তি না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে। বাংলাদেশে হিন্দু নিপীড়নের বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে হবে।” হিন্দু সংগঠনগুলির এই সমাবেশে বিপুল জনসমাগম হয় যেখানে বক্তারা হিন্দু ঐক্যের গুরুত্ব এবং সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের অবদানের কথা তুলে ধরেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর