ervice to people going for tarakeswar

ব্যুরো নিউজ,৫ আগস্ট: সংকীর্ণ রাজনীতির স্বার্থে যখন ধর্মীয় তোষণের অভিযোগ উঠছে, ঠিক সেই সময় সম্প্রীতির ছবি দেখা গেল এই বাংলায়। হিন্দু পূণ‍্যার্থীদের সেবা করতে এগিয়ে এসেছেন মাবুদ আলি, সঈদ উজ্জামানরা। যে সমস্ত হিন্দু পূণ‍্যার্থীরা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে যাচ্ছেন, তাদের সেবা করতেই এগিয়ে এসেছেন মাবুদ, সঈদরা।

তারকেশ্বর যাওয়া পূণ‍্যার্থীদের সেবা করছেন মুসলিমরা

ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা? জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সেনাপ্রধান

আজ শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। হুগলির তারকেশ্বরের পথে লাইন দিয়ে হেঁটে চলেছেন শিব ভক্তরা।কেউ ৩০ কিলোমিটার, কেউ ৪০ কিলোমিটার বা তারও বেশি রাস্তা হেঁটে যাচ্ছেন তারকেশ্বর মন্দিরে। রীতি অনুযায়ী, শ্রাবণ মাসে কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বরের পথে ভক্তরা জল নিয়ে যান। বৈদ্যবাটি, শেওড়াফুলি গঙ্গার ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের মন্দিরের দিকে লক্ষ লক্ষ পুণ্যার্থী পায়ে হেঁটে চলেছেন। আর মাঝ পথেই তাদের সেবা করেন বহু ব্যক্তি থেকে প্রতিষ্ঠান। কেউ খাবার দেন, কেউ জল দেন, কেউ আবার কোনো পুন্যার্থীর অসুবিধা হলে তার শুশ্রূষা সেবা করেন। এবার দেখা গেল, তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে হিন্দু পূণ‍্যার্থীদের পায়ে ব্যথা কমানোর ওষুধ লাগিয়ে দিচ্ছেন মাবুদ আলি।

ঘরের তৈরি সুস্বাদু গার্লিক চিকেন রেসিপি

তারকেশ্বরের উদ্দেশ্যে কাঁধে জল নিয়ে যাওয়া হিন্দু পূণ‍্যার্থীদের পরম যত্নে সেবা করছেন মুসলমান সম্প্রদায়ের মাবুদ আলি, সঈদ উজ্জামানরা। এই প্রসঙ্গে মাবুদ আলি বলেন, সম্প্রীতির জায়গা হল বাংলা। মানব সেবাই আসল ধর্ম। কোন ধর্মের মানুষকে সেবা করছেন, সেটা আলাদা করে তিনি ভাবেন না। কে কি ফতোয়া দিল আমি গুরুত্ব দিই না। অনেক কষ্ট করে ওরা আর ৮-১০ ঘণ্টা খালি পায়ে হাঁটছে, এই বিশ্বাসটাই বড় কথা। মাবুদ ডানকুনি থেকে মানুষের সেবা করার জন্য তারকেশ্বরে ছুটে এসেছেন। তার কথায়, যে যার ধর্ম তার মত করে পালন করুক। মানুষের পাশে দাঁড়ানো আসল ধর্ম। আর মানুষের সেবা করেই তিনি পৃথিবী ছাড়তে চান বলে জানালেন মাবুদ আলি।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর