ব্যুরো নিউজ, ২৯ অক্টোবর :আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচিতে বড় ধরনের পরিবর্তন আনল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আগামী ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর একইসঙ্গে শুরু হবে একাদশ শ্রেণির সেমিস্টার ২ পরীক্ষা।
কেরলের মন্দিরে উৎসব চলাকালিন আতশবাজি বিস্ফোরণ, ১৫০ আহত
নির্দেশিকা দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী সেমিস্টার ২-এর পরীক্ষা দুপুর ৩টে থেকে শুরু হওয়ার কথা ছিল তবে সেই সময় পরিবর্তন করে দুপুর ২টো করা হয়েছে। পরীক্ষা চলবে বিকেল ৪টে পর্যন্ত। উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে প্রথমার্ধে এবং সেমিস্টার ২-এর পরীক্ষা দ্বিতীয়ার্ধে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুপুর ১টা ১৫ মিনিট পর্যন্ত চলবে। অন্যদিকে গান ও ভিজুয়াল আর্ট বিষয়ের পরীক্ষা দুপুর ২টো থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত হবে।
দেবের বলিউডে আগমনের গুঞ্জন, টেক্কা’র সাফল্যে আনন্দের ঢেউ
চলতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার পদ্ধতিতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে এবার থেকে পরীক্ষার্থীরা দুটি সেমিস্টারে পরীক্ষা দেবে। একাদশ এবং দ্বাদশ এই দুই শ্রেণির জন্যই বছরে দুটি করে সেমিস্টার পরীক্ষা হবে। দুই বছরের মোট চারবারের পরীক্ষা থেকে প্রাপ্ত নম্বর যুক্ত করে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত ফলাফল। এতে পরীক্ষার্থীরা পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ পাবে এবং চাপ কমবে বলে মনে করছেন শিক্ষাবিদরা।