Hero Xtreme 160R 4V

পুস্পিতা বড়াল, ২৮ মার্চ: যে মোটর সাইকেলগুলি যাত্রীদের আনন্দদায়ক রাইডিং দিতে পারে, Hero Xtreme 160R 4V হল সেই সব মোটরসাইকেলগুলির মধ্যে অন্যতম। সম্প্রতি এই মডেলটি লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই এই দু-চাকার টেস্টিং রাইডও সম্পূর্ণ হয়েছে।

ইতিমধ্যেই এই দু-চাকার টেস্টিং রাইডও সম্পূর্ণ হয়েছে

Advertisement of Hill 2 Ocean

দাম : মোটরসাইকেলটি স্পোর্টি ডিজাইনের দিক থেকে বিশেষ নজরকাড়া। Hero এর এই টপ-স্পেক Xtreme 160R 4V প্রিমিয়াম মডেলটির দাম বর্তমানে 1.36 লক্ষ টাকা। (এক্স-শোরুম)।

IFS অফিসারের তৎপরতায় প্রাণ ফিরে পেল নন্দন কাননের অমর, আকবর, অ্যান্টনি

সিটের উচ্চতা: বাইকটির সিটের উচ্চতা 795 মিমি।
অর্থাৎ সিটে বসেই সহজে উভয় পা মাটিতে রাখতে পারবেন এবং এতে পাবেন আপনি দীর্ঘমেয়াদি আরামদায়ক যাত্রা। এই মডেলে রয়েছে ডুয়াল-ডিস্ক সেটআপ। টায়ারের গ্রিপও অসাধারণ।

দুর্ধর্ষ ফিচার্স নিয়ে চীনে লঞ্চ হয়েছে Honor এর নতুন দুটি স্মার্টফোন! ভারতীয় রুপি অনুযায়ী কত দাম?
মাইলেজ : Xtreme 160R 4V আছে মডেলটিতে আপনি 55 kmpl মাইলেজ পাবেন। যদিও অনেক ব্যবহারকারীরা দাবি করেছেন যে এই মডেলটি 40.89 kmpl মাইলেজ দেয়। এতে ফাইভ স্পীড গিয়ার বক্স রয়েছে।

হর্স পাওয়ার ও টর্ক পাওয়ার : Xtreme 160R 4V একটি 163.2 ccbs6-2.0 ইঞ্জিন দ্বারা চালিত যার সর্বোচ্চ শক্তি 16.9 PS। এটি 16.6bhp হর্স পাওয়ার এবং 6500 rpm এ 14.6 Nm টর্ক পাওয়ার জেনারেট করে। এতে ডিস্ক ফ্রন্ট ব্রেক এবং ডিস্ক রিয়ার ব্রেক রয়েছে। Hero Xtreme 160R 4V এর ওজন 145 কেজি এবং এতে 12 লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর