ব্যুরো নিউজ, ৩১ মার্চ: গারদে স্বামীরা, সমবেদনা জানাতে কেজরিওয়াল-পত্নীর সঙ্গে সাক্ষাৎ করলেন হেমন্তের স্ত্রী।
এবার কি বিজেপিতে যাবেন অভিমানী অপরূপা?
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হাতে গ্রেফতার হন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এরপরেই সেই তালিকায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম। গত ২১ মার্চ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইনিও ইডির হাতেই গ্রেফতার হন। এরপর দুজনেরই জায়গা ওই শ্রীঘরেই।
এরপর শনিবার কেজরিওয়ালের পত্নী সুনীতার সঙ্গে দেখা করলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। আর তাদের সাক্ষাতের ভিডিও পোস্ট করা হয় আম আদমি পার্টির পেজ থেকে। আর সেখানেই দেখা যাচ্ছে সুজনের সাক্ষাতের মুহূর্ত।
झारखंड के पूर्व CM Hemant Soren की धर्मपत्नी कल्पना सोरेन जी @KejriwalSunita जी से उनके आवास पर मिलीं‼️
जो तानाशाह सरकार द्वारा Arvind Kejriwal जी और Hemant Soren जी की गिरफ़्तारी के बावज़ूद अपने-अपने राज्यों की जनता के साथ मज़बूती से खड़ी हैं और लड़ाई लड़ रही हैं। pic.twitter.com/Kvmbz92SNX
— AAP (@AamAadmiParty) March 30, 2024
হেমন্তের স্ত্রী কল্পনা বলেছেন, দু’মাস আগে ঝাড়খণ্ডে যা ঘটেছিল, দিল্লিতে তারই পুনরাবৃত্তি হয়েছে। তিনি বলেন, এই অবিচারের বিরুদ্ধে আমাদের একসঙ্গে প্রতিবাদ করতে হবে। বিজেপি সরকারের অপ-শাসনের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। গোটা ঝাড়খণ্ড সুনীতা কেজরীবালজির পাশে আছে। আমরা একে অপরের দুঃখ ভাগ করে নিয়েছি। এমনকি সিদ্ধান্ত নিয়েছি যে আগামিদিনে একযোগে লড়াই করব।